চলছে রাজশাহী-সিলেটের ভোট গণনা, কে এগিয়ে?

শেয়ার

নির্বাচন কমিশনের পূর্ব নির্ধারিত তারিখ অনুযায়ী রাজশাহী ও সিলেট সিটি করপোরেশনে ভোটগ্রহণ শেষ হয়েছে বিকেল ৪টায়।

সকাল ৮টা থেকে শুরু হওয়ার পর একটানা ৮ ঘণ্টা চলে এই ভোটগ্রহণ। এখন চলছে গণনা। ইতোমধ্যে দুই সিটি করপোরেশনেই বেসরকারিভাবে কয়েকেটি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। ঘোষিত ফলাফলে দুই সিটিতে এগিয়ে রয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা।

ঘোষিত ফলাফলে দেখা গেছে, রাজশাহী সিটি করপোরেশনে ১৫৫ কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত ৬টি কেন্দ্রের ফলাফল বেসরকারিভাবে ঘোষণা করা হয়েছে। এতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী পেয়েছেন ৫ হাজার ২২ ভোট। এছাড়া তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইফুল ইসলাম স্বপন লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ২২৩ ভোট।

এদিকে সিলেট সিটি করপোরেশনে এখন পর্যন্ত ফলাফল ঘোষণা করা হয়েছে ৪৫ কেন্দ্রের। এতে নৌকার মনোনীত প্রার্থী পেয়েছেন ৩৯ হাজার ৫১৯ ভোট। এছাড়া তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির মনোনীত প্রার্থী লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন নজরুল ইসলাম বাবুল পেয়েছেন ১০ হাজার ৫১৩ ভোট।

বিস্তারিত আসছে…

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.