চরভদ্রাসন থানায় নব নির্মিত ব্যাডমিন্টন কোডের উদ্বোধন

শেয়ার

ফরিদপুর প্রতিনিধি-
খেলাধুলা মানুষকে অপরাধমুলক কর্মকান্ড থেকে বিরত রাখে:উপজেলা চেয়ারম্যান মোঃ কাউসার হোসেন।
ফরিদপুর জেলার চরভদ্রাসন থানা প্রাঙ্গনে পুলিশের উদ্যোগে নব নির্মিত ব্যাডমিন্টন খেলার কোডের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে লাল ফিতা কেটে ব্যাডমিন্টন কোডের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মোঃ কাউসার হোসেন।

এ সময় সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান

কাউছার হোসেন বলেন, খেলাধুলা মানুষকে অপরাধমুলক কর্মকান্ড থেকে বিরত রাখে। শরীর,মন ও স্বাস্থ্যের জন্য খেলাদুলার বিকল্প নেই। তাই সকলকে ব্যাডমিন্টন খেলায় অংশ গ্রহণের মাধ্যমে নিজেদের নিয়োজিত রাখার আহবান জানান তিনি। এ সময় তিনি চরভদ্রাসন থানার পুলিশের উদ্যোগে নব নির্মিত ব্যাডমিন্টন মাঠ (কোড) নির্মাণের জন্য প্রশংসা করেন।

চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) মিন্টু মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির এপা।

এতে অংশ নেন, উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির এপা ও হরিরামপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির বনাম উপজেলা চেয়ারম্যান মোঃ কাউসার হোসেন ও ওসি মিন্টু মন্ডল।

এ সময় অন্যের মধ্যে উপস্থিত ছিলেন চর হরিরামপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর ব্যাপারী,উপজেলা মৎস্য অফিসার এস এম মাহমুদুল হাসান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন আহবায়ক আনোয়ার আলী মোল্লা যুবলীগের সভাপতি মাহফুজুর রহমান মুরাদ, সাংবাদিক সাজ্জাদ হোসেন
স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক,খেলোয়ার ও গন্যমান্য নেতৃবৃন্দরা ও এলাকার ক্রীড়া প্রেমিরা ব্যাডমিন্টন কোড উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেয়।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.