চরভদ্রাসন থানার কার্যক্রম শুরু

শেয়ার

ফরিদপুর জেলা প্রতিনিধি-

পাঁচদিন পর চরভদ্রাসন থানা পুলিশের কার্যক্রম শুরু হয়েছে। পুলিশ সদস্যরা কাজে যোগদান করায় সীমিত পরিসরে কার্যক্রম শুরু হয়। থানার নিরাপত্তায় পুলিশের পাশাপাশি কাজ করছেন সেনাবাহিনী ও আনসার সদস্যরা।

শুক্রবার সকাল থেকে চরভদ্রাসন থানায় কর্মরত পুলিশ সদস্যরা তাদের কাজে যোগদান করতে শুরু করে।

শনিবার (১০ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেছেন চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ মোঃআব্দুল ওহাব। কর্মকর্তারা থানার নিজ দায়িত্ব পালন করতে শুরু করেছেন। অচিরেই সকল কিছু কাটিয়ে উঠে পূর্ণাঙ্গভাবে থানার কার্যক্রম শুরুসহ জনগণের সেবাদান কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন থানায় কর্মরতরা।

এ দিকে থানার কার্যক্রম শুরু হওয়ায় স্বস্তি ফিরতে শুরু করেছে সাধারণ মানুষসহ ব্যবসায়ীদের মাঝে। চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ মোঃআব্দুল ওহাব বলেন আমার ঊর্ধ্বতন কর্মকতা ও অফিসারদের সঙ্গে কথা হচ্ছে। চরভদ্রাসন থানায় কার্যক্রম শুরু হয়েছে। ধীরে ধীরে সবকিছু স্বাভাবিক হয়ে যাবে।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.