ফরিদপুর জেলা প্রতিনিধি-
ফরিদপুর জেলায় প্রথম ধাপে নির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যানগনের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ জুন) বিকেল তিনটায় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ফরিদপুর জেলার মধুখালি, চরভদ্রাসন ও সদর উপজেলা হতে নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যানগন ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শপথ গ্রহন করেন।
তাদের শপথ বাক্য পাঠ করান ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম। এ সময় ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) এ জেড এম নুরুল হক, পরিচালক স্থানীয় সরকার, জনাব শিবির বিচিত্র বড়ুয়া, অতিরিক্ত বিভাগীয় কমিশনার, (উন্নয়ন ও এপিএম বি) জনাব মহিদুল আলম, উপ পরিচালক স্থানীয় সরকার বিভাগ মেহেদী হাসান, ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান আনোয়ার আলী মোল্লা ভাইস চেয়ারম্যান কাওছার হোসেন , মহিলা ভাইস চেয়ারম্যান তানজিনা সহ মধুখালি, ও ফরিদপুর সদর উপজেলা হতে নির্বাচিত চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন। শপথ অনুষ্ঠানে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যানরা সততা, নিষ্ঠা এবং বিশ্বস্ততার সাথে দায়িত্ব পালনের পশাপাশি দেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও অনুতগত থাকার শপথ নেন।
এ ছাড়া নিজ নিজ উপজেলায় সন্ত্রাস, মাদক, জঙ্গিবাদ ও নারী নির্যাতনসহ সকল ধরনের অপরাধ নিয়ন্ত্রণে প্রশাসনকে সহযোগিতার প্রতিশ্রুতি দেন।