ফরিদপুর প্রতিনিধি-
প্রচণ্ড তাপপ্রবাহে ফরিদপুরের মানুষ নাকাল হয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে বৃষ্টির জন্য নামাজ ও মোনাজাত করেছেন মুসল্লিরা।
বৃহস্পতিবার (০৮ জুন ) সকাল ৭টায় ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার আদর্শ স্কুল মাঠে সালাতুল ইসতিসকার নামাজের আয়োজন করে স্থানীয়রা। এ সময় নামাজে ইমামতি করেন আদর্শস্কুল জামে মসজিদের ইমাম মুফতি শফিউল্লাহ।
ইমাম মো.মুফতি শফিউল্লাহ জানান, ‘প্রচণ্ড দাবদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। প্রচণ্ড খরায় নষ্ট হচ্ছে খেতের বিভিন্ন ফসল। এমন পরিস্থিতি থেকে মুক্তি পেতে বৃষ্টির জন্য প্রার্থনা করা হয়। বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) এর যুগে যখন প্রচণ্ড খরা হতো তখন সবাইকে নিয়ে তিনি খোলা মাঠে গিয়ে মহান আল্লাহর দরবারে গুনাহ মাফের প্রার্থনার পাশাপাশি বৃষ্টির জন্য প্রার্থনা করতেন। এটা একটা সুন্নাহ। সে অনুযায়ী ইসতিসকার নামাজ আদায় করা হয়।’