চরভদ্রাসনে বিশ্ব জনসংখ্যা দিবস পালন

শেয়ার

সাজ্জাদ হোসেন সাজু(ফরিদপুর জেলা প্রতিনিধি)

‘৮০০ কোটির পৃথিবী: সকলের সুযোগ, পছন্দ ও অধিকার নিশ্চিত করে প্রাণবন্ত ভবিষ্যৎ গড়ি’ এ প্রতিপাদ্যে বৃহস্পতিবার ২১ জুলাই ফরিদপুরের চরভদ্রাসনে পালিত হয় বিশ্ব জনসংখ্যা দিবস।সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহি অফিসার তানজিলা কবির ত্রপা।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ কাউছার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মোতালেব মোল্ল্যা ও মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম। এ সময় আরো বক্তব্য রাখেন চরভদ্রাসন উপজেলা সহকারী কমিশনার(ভুমি) মোঃ খায়রুল ইসলাম, গাজিরটেক ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী, হরিরামপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির,মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, ও সাংবাদিক আবুল কালাম।

১৯৯০ সাল থেকে প্রতিবছর ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হ‌লেও এবার ঈদুল আজহার কারণে সরকার এ দিবসটি ২১ জুলাই পালনের সিদ্ধান্ত নেয়। বিশ্ব জনসংখ্যা দিবসের লক্ষ্য হ‌চ্ছে- পরিবার পরিকল্পনা, লৈঙ্গিক সমতা, দারিদ্র্য, মাতৃস্বাস্থ্য এবং মানবাধিকারের মতো জনসংখ্যা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে জনগণের সচেতনতা বাড়ানো।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.