চরভদ্রাসনে প্রেমের সম্পর্কে অন্তঃসত্ত্বা

শেয়ার

ফরিদপুর প্রতিনিধি-

ফরিদপুরের চরভদ্রাসনে প্রেমের সম্পর্কে অন্তঃসত্ত্বা কলেজছাত্রীকে গর্ভপাতের অভিযোগে হৃদয় বিশ্বাসসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার (১১ এপ্রিল) মামলা করেন ভুক্তভোগী। এ ঘটনার পর থেকে অভিযুক্ত হৃদয় পলাতক রয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ফরিদপুরের চরভদ্রাসনের বাসিন্দা গৌরাঙ্গ বিশ্বাসের ছেলে হৃদয় বিশ্বাস এক কলেজছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। নগ্ন ছবি ধারণ করে ব্ল্যাকমেইল করে ওই ছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন। একপর্যায়ে ওই ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়েন।। বিষয়টি হৃদয়ের পরিবারের সদস্যদের জানালে বিয়ের কথা বলে ওই ছাত্রীর গর্ভপাত করান।

ভুক্তভোগী ওই ছাত্রীর মা বলেন, ‘আমরা গরিব মানুষ। তাই আমাদের পাশে কেউ দাঁড়াতে চায় না। হৃদয়ের পরিবার প্রভাবশালী, আমাদের বিভিন্নভাবে হুমকি দিচ্ছে।’

চরভদ্রাসন থানার ওসি সেলিম রেজা জানান, ওই ছাত্রী বাদী হয়ে মঙ্গলবার হৃদয় বিশ্বাস, হৃদয়ের মা করবী দস্তীদার বিশ্বাস, তার বোন ডা. সুরঞ্জনা বিশ্বাস (৩০) ও কাকা বিমল বিশ্বাসের নামে মামলা করেছেন। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.