সাজ্জাদ হোসেন সাজু,ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার হাজিগঞ্জ বাজারের ৩০০ মিটার আগে খালের উপর কালভার্ট ভেঙ্গে আঞ্চলিক সড়কের পাশে গর্তের সৃষ্টি হয়েছে।
চরভদ্রাসন উপজেলা থেকে ভাইয়া হাজিগঞ্জ বাজার ফরিদপুর আঞ্চলিক সড়কের একটি খালের ওপরের কালভার্ট ভেঙে রাস্তার পাশে গর্তের সৃষ্টি হয়। ফলে মারাত্মক ঝুঁকি জেনেও এ রাস্তা দিয়েই মানুষ ও যানবাহন চলাচল করছে। স্থানীয় বাসিন্দারা জানান, দুই মাস ধরে রাস্তাটির এক পাশে ভেঙে গর্ত হয়ে গেছে। রাতের অন্ধকারে এই রাস্তাতে চলাচল করা বেশি ঝুঁকিপূর্ণ। দ্রুত রাস্তাটি সংস্কার না করলে যে কোনো সময় বড় দুর্ঘটনার ঘটতে পারে। অন্যদিকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা অফিস বলছে, সেতুটি সংস্কারের জন্য প্রয়োজনীয় বরাদ্দ নেই। তবে সরেজমিন সেতুটি পর্যবেক্ষণ করে ব্যবস্থা নেওয়া হবে।
সরেজমিন দেখা গেছে, রাস্তাটি উপজেলা বড় একটি হাট হাজিগঞ্জ বাজারের একমাত্র যাতায়াতের রাস্তা। রাস্তাটির ওপর দিয়ে ঝুঁকিপূর্ণভাবে মালবাহী ট্রাক, মাইক্রোবাস, সিএনজিচালিত অটোরিকশা, পিকআপ,মোটরসাইকেল, রিকশা, ভ্যানসহ মানুষ চলাচল করছে। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এই রাস্তা দিয়ে চর হাজিগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়, গোলাপবাগ তারার মেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, চর হাজিগঞ্জ উচ্চ বিদ্যালয়,চরহাজীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের,ছেলেমেয়েরা যাতায়াত করেন। অতিবৃষ্টি বা নদীর পানি বাড়লে যেকোনো সময় রাস্তাটি ভেঙে যাতায়াত বন্ধ হয়ে যেতে পারে। তাই রাস্তাটি দ্রুত মেরামত করা দরকার। স্থানীয় বাসিন্দা বাবুল মাস্টার বলেন, ‘দুই মাস ধরে রাস্তার একপাশে গর্ত। বড় বড় ট্রাক এই রাস্তা দিয়া প্রতিদিন যাতায়াত করে।
যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। ইঞ্জিনিয়ার অফিসে ফোন কইরা জানাইছি, কিন্তু তাঁরা এখনো রাস্তাটি আইসা দেখেননি। চর হাজিগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোজাফফর হোসেন জানান, রাস্তাটি ব্যবহার করে চরভদ্রাসন উপজেলা থেকে চরহরিরামপুর,ফরিদপুর সদর যাতায়াত করে । তাই রাস্তাটি দ্রুত মেরামত করা প্রয়োজন। আলম মেন্বর নামের আরেক বাসিন্দা বলেন, এই রাস্তা দিয়ে এলাকার ছোট ছেলেমেয়েসহ সবাই বড় বড় যানবাহন যাতায়াত করে। রাস্তাটি দ্রুত সংস্কার না হলে যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে।
গাজিরটেক ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ইয়াকুব আলী বলেন, ‘রাস্তা পাশে গর্ত হওয়ার বিষয়টি আমাদের এলাকার সবাই জানেন। বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’