চরভদ্রাসনে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শেয়ার

সাজ্জাদ হোসেন সাজু, ফরিদপুর জেলা প্রতিনিধি:

ফরিদপুরের চরভদ্রাসনে (২৭শে জুলাই ) বুধবার বেলা ৪টায় উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপা এর সভাপতিত্বে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর ৪ আসনের মাননীয় সংসদ মজিবুর রহমান নিক্সন চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ কাওছার। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি)খাইরুল ইসলাম, চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ মিন্টু মন্ডল ,গাজীরটেক ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী, চরভদ্রাসন ইউপি চেয়ারম্যান আজাদ খান হরিরামপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর বেপারী, চর ঝাউকান্দা ইউপি চেয়ারম্যান বদরউদ্দিন মৃধা, আওয়ামী লীগ নেতা আনোয়ার আলী মোল্লা, সাংবাদিক মেজবাহউদ্দিন ।

ক্তারা চরভদ্রাসনে আইনশৃঙ্খলা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। এ সময় সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরী বলেন, উপজেলার হাজিগঞ্জ বাজারে পাশে চর হাজিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের জায়গা দখল করে বাড়ি ঘরও দোকানপাট উচ্ছেদ করায় উপজেলা নির্বাহী অফিসার তানজিলা কবির ত্রপা ও সহকারী কমিশনার (ভূমি) খাইরুল ইসলাম কে ধন্যবাদ জানান।

এ ছাড়া মাদক নিয়ন্ত্রনে কঠোর আইন প্রয়োগ, বাল্য বিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধ সহ সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.