চরভদ্রাসনে অবৈধ দখল উচ্ছেদ করে শহীদ মিনার উদ্ধার

শেয়ার

সাজ্জাদ হোসেন সাজু, ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার হাজিগঞ্জ বাজারে ১২২টি অবৈধ দখলদারদের স্থায়ী ও অস্থায়ী স্থপানা ৫ দফায় নোটিশ দিয়েও সরানো যায় নি অবৈধ দখলদারদের ২৫ ই জুলাই মধ্যে সরিয়ে নেওয়ার চূড়ান্ত নোটিশ দেন উপজেলা প্রশাসন।

চূড়ান্ত নোটিশ দেওয়ার পরের দিন ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বেকু দিয়ে গুরিয়ে দেন স্থাপনা। মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহি অফিসার তানজিলা কবির ত্রপা ও উপজেলা সহকারী কমিশনার ভূমি খাইরুল ইসলাম।

জানা গেছে, উপজেলার গাজিরটেক ইউনিয়নের হাজিগঞ্জ বাজার সংলগ্ন চর হাজীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ৫৩শতাংশ জায়গা রয়েছে। সাবেক ম্যানেজিং কমিটির স্বেচ্ছাচারিতা অনিয়মের কারণে জায়গাটুকুও এলাকার প্রভাবশালী কিছু ব্যবসায়ী দখল করে দোকান পাট নির্মাণ করে ভাড়া দিয়ে আসছিলেন। ফলে ৫০ বছর আগে নির্মিত শহীদ মিনারটি দখলদারদের মাঝে হারিয়ে যায়।

চর হাজিগঞ্জ হাট-বাজার ইজারাদার ইঞ্জিনিয়ার নিজাম উদ্দিন বলেন বিদ্যালয়ের খেলার মাঠ ও পুরোনো শহীদ মিনারটি উদ্ধার হওয়ায় আমি অত্যন্ত খুশি। হাজিগঞ্জ বাজারের ব্যবসায়ী আলী প্রামানিক বলেন আমাদের পূর্বপুরুষ বিদ্যালয়টি নির্মাণের জন্য ২ একর জায়গা দান করেছিলেন।

কিছু জায়গা বেদখল হওয়ায় খুব কষ্ট পেয়েছিলাম আজ উদ্ধার হওয়ায় খুব ভালো লাগছে। প্রশাসনকে ধন্যবাদ জানাই এই মহৎ কাজটি করার জন্য।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.