চরভদ্রাসনের পূজা মন্ডপে জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের পরিদর্শন

শেয়ার

ফরিদপুর জেলা প্রতিনিধি-

অদ্য ২০-১০-২০২৩ খ্রিঃ তারিখে ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার কাপালীপাড়া সার্বজনীন পূজা মন্ডপ, চর হাজিগঞ্জ বাজার সার্বজনীন পূজা মন্ডপ ও তেলীডাঙ্গী সার্বজনীন পূজা মন্ডপ পরিদর্শন করেন জনাব মো. কামরুল আহসান তালুকদার, পিএএ, জেলা প্রশাসক, ফরিদপুর ও জনাব মোঃ শাহজাহান, পিপিএম, পুলিশ সুপার, ফরিদপুর। এসময় জেলা প্রশাসক মহোদয় পরিদর্শনকালে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

এসময় পূজা আয়োজক কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন পুলিশ সুপার মহোদয়। পূজা সুন্দরভাবে সম্পন্ন করার জন্য জেলা পুলিশের পক্ষ থেকে সব প্রস্তুতি নেয়া হয়েছে। সকলকে সরকারি নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে। পূজা চলাকালীন সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন যাতে অটুট থাকে সে বিষয়ে তিনি দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ মেহেদী মোর্শেদ, উপজেলা নির্বাহী অফিসার, চরভদ্রাসন উপজেলা, ফরিদপুর, জনাব মোঃ সেলিম রেজা, অফিসার ইনচার্জ, চরভদ্রাসন থানা, ফরিদপুরসহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধিগণ।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.