চরফ্যাশনে কিশোরীকে বিয়ের প্রলোভনে ধর্ষণ, থানায় মামলা

শেয়ার
আমিনুল ইসলাম:
ভোলার চরফ্যাশনে নবম শ্রেনীতে পড়ুয়া এক কিশোরীকে পালিয়ে বিয়ে করার প্রলোভনে রাতের আঁধারে বাড়ি থেকে ডেকে নিয়ে পরিত্যক্ত বাগানে আটক রেখে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে আরিফ নামের এক যুবকের বিরুদ্ধে।
দু’দিন স্থানীয় মাতাব্বরদের টানাপোড়েন ও দফারফার চেষ্টায় ব্যর্থ হয়ে শনিবার রাতে ভিক্টিম কিশোরীর ভাইয়ের স্ত্রী (ভাবি) বাদী হয়ে যুবক আরফিসহ তিনজনকে আসামী করে চরফ্যাসন থানায় মামলা দায়ের করেছেন।
বৃহস্পতিবার রাতে আবদুল্লাহপুর ইউনিয়নের দক্ষিণ শিবা গ্রামে এঘটনা ঘটে। ভিক্টিম ও মামলা সুত্রে জানাযায়, প্রতিবেশী যুবক আরিফের সঙ্গে তার প্রেম প্রনয় চলছিলো।
বৃহস্পতিবার রাতে দুই বন্ধু নুর মোহাম্মদ ও মো. কালুর সহায়তায় পালিয়ে বিয়ে করার প্রলোভন দিয়ে কিশোরীকে ঘর থেকে বের করে পার্শ্ববর্তী বিশ্বাস বাড়ির পরিত্যক্ত বাগানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে আরিফ। ঘটনাস্থলে কিশোরী অসুস্থ হয়ে পরলে ধর্ষক আরিফ তার বাবা বাগন আলী বেপারী ও মা বিফুলকে মোবাইল ফোনে জানান।
ধর্ষকের বাবা ও মা অসুস্থ ভিক্টিমকে নিজেদের হেফাজতে নিয়ে শুক্রবার ও শনিবার বিভিন্ন স্থানে রেখে সমঝোতা ও ঘটনা ধামাচাপার চেষ্টা করেন। এই ঘটনায় ভিক্টিমের ভাবী বাদি হয়ে শনিবার রাতে চরফ্যাসন থানায় মামলা দায়ের করেছেন।
চরফ্যাসন থানার ওসি মনির হোসেন মিয়া জানান, ধর্ষক ও তার সহযোগী অপর দুই আসামীকে গ্রেপ্তার চেষ্টা চলছে। ভিক্টিমকে ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.