চন্দ্রগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি-সম্পাদককে অনলাইন শীর্ষ সংবাদ পত্রিকার ফুলেল শুভেচ্ছা

শেয়ার

লক্ষ্মীপুর প্রতিনিধি :
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ প্রেস ক্লাবের নব-নির্বাচিত সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক সহিদুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে লক্ষ্মীপুর থেকে প্রকাশিত জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘শীর্ষ সংবাদ ডট কম’ পরিবার। আজ মঙ্গলবার দুপুরে জেলা শহরের উত্তর তেমুহনী এলাকায় শীর্ষ সংবাদ কার্যালয়ে এ শুভেচ্ছা জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন, শীর্ষ সংবাদের সম্পাদক নজরুল ইসলাম জয়, দৈনিক আলচিশত পত্রিকার নির্বাহী সম্পাদক মো. আবু জাকের রাবেত, শীর্ষ সংবাদের নির্বাহী সম্পাদক ও দৈনিক বণিক বার্তার প্রতিনিধি মো. রাকিব হোসাইন রনি, অনলাইন জেটিভির লক্ষ্মীপুর প্রতিনিধি মো. রুবেল হোসেন, দৈনিক আলোকিত সময়’র লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি মোঃ জামাল উদ্দিন বাবলু প্রমূখ।

এদিকে চন্দ্রগঞ্জ প্রেস ক্লাবের নব-নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে লক্ষ্মীপুরের সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।

উল্লেখ্য, গত ১৭ ডিসেম্বর শনিবার লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে  ৩৩জন সাংবাদিক তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ২৬ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন বাসস ও মানবকণ্ঠ প্রতিনিধি মোহাম্মদ আবুল কালাম আজাদ ও ১৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন এসএ টিভির লক্ষ্মীপুর প্রতিনিধি ও দৈনিক রবের সম্পাদক সহিদুল ইসলাম।

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.