চন্ডিপুর মনসা উচ্চ বিদ্যালয় নির্বাচনে পক্ষপাতমূলক আচরনের অভিযোগ

শেয়ার

আবু তাহের, রামগঞ্জ প্রতিনিধিঃ
রামগঞ্জ উপজেলার চন্ডিপুর মনসা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পক্ষপাতমূলক আচরন ও ঘোষিত তফসিল বাতিলের দাবীতে বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচন থেকে সরে দাঁড়ালেন নজরুল ইসলাম জিএস। আজ শুক্রবার বিকাল ৫টায় তিনি তার ফেসবুক আইডিতে লিখেন “ প্রিয় এলাকাবাসি ও সম্মানিত অভিভাবক ভোটার বৃন্দ-চন্ডিপুর মনসা উচ্চ বিদ্যালয়।
আসসালামু আলাইকুম।
আপনারা অবগত আছেন যে,আগামী ৫ই ডিসেম্বর চন্ডিপুর মনসা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচন— ২০২৩ ইং।

উক্ত নির্বাচনে আমি মোঃ নজরুল ইসলাম একজন অভিভাবক সদস্য পদে মনোনয়ন পত্র সংগ্রহ করি ও মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দান করি। সত্যিই কথা যে, কে সভাপতি/ কে বিদ্যুতসাহী সদস্য হবে সেটা আমার কোন বিষয় অবগত কখনো ছিলাম না বর্তমানেও না। কারন আমি শুধু অভিভাবক সদস্য হতে ভোট করতে চেয়ে ছিলাম। তা ছাড়া প্রধান শিক্ষক ও কিছু সহকারী শিক্ষকের পক্ষপাতমুলক আচরণের কারণে নির্বাচনের পরিবেশ না থাকায় নির্বাচন বয়কট করে নির্বাচন থেকে সরে গেলাম। সবাই ভালো থাকেন। আল্লাহ আপনাদের সহায়ক হোক। আমিন। আমিন। আমিন।
প্রসঙ্গত আগামী ৫ডিসেম্বর রামগঞ্জ উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান চন্ডিপুর মনসা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির ভোটগ্রহণের জন্য তফসিল ঘোষণা করেন প্রিজাইডিং অফিসার ও একাডেমিক সুপারভাইজার শরিফুল্লাহ আস শামস।

২২ নভেম্বর মনোনয়নপত্র ক্রয় ও জমা, ২৩ নভেম্বর যাছাই বাছাই ও ২৫ নভেম্বর প্রত্যাহারের নির্ধারিত সময় বেঁধে দেয়া হলেও উল্লেখিত তারিখ ও সময়ে প্রিজাইডিং অফিসার উপজেলা শিক্ষা অফিস বা তার কর্মস্থলে উপস্থিত না থাকায় বিভিন্ন সমস্যা সমাধানে প্রিজাইডিং অফিসারকে না পেয়ে নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেন অভিভাবক সদস্য প্রার্থীরা।

সুষ্ঠু ও নিরপেক্ষ নিয়ে আশঙ্কা প্রকাশ করে রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর ছয়জন অভিভাবক সদস্য ২৭ নভেম্বর একটি অভিযোগপত্র জমা দেন।

এছাড়া বেশ কয়েকজন অভিভাবক জানান, একটা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির ভোট নিয়ে যা শুরু হয়েছে-তা জঘন্য। যারা বিদ্যালয়ের জন্য জমি দান, বিভিন্ন দান অনুদান, শিক্ষকদের বেতন-ভাতা যথাসময়ে উত্তোলনে সহযোগিতাসহ বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়ালেখার মানোন্নয়নে পরিশ্রম করেছেন দিনরাত- তাদেরকে মাইনাস ফর্মুলায় নিতে তড়িগড়ি তফসিল, নির্বাচনের তারিখ ঘোষণাসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বিরুদ্ধে মিথ্যাচার খুবই দুঃখজনক। এছাড়া তারা আরো জানান, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর একটি বিদ্যালয়ের নির্বাচন নিয়ে উত্তেজনা এলাকায় ক্ষমতাসীন দলের মধ্যে চরম বিভেদের জন্ম দিয়েছে।

এ বিষয়ে চন্ডিপুর মনসা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশিদ জানান, নির্বাচন বানচাল করতে একটি মহল ষড়যন্ত্রে লিপ্ত। ষড়যন্ত্রকারীরা চায় না বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পূর্ণ হোক। আমি আপনাদের সহযোগিতা চাই।

উপজেলা একাডেমিক সুপারভাইজার ও নির্বাচনের দায়িত্বরত প্রিজাইডিং অফিসার শরিফুল্লাহ আস শামস বলেন, নির্বাচন পেছানোর কোন সুযোগ নাই। যথাসময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। আমার দায়িত্ব একটি সুন্দর পরিবেশে নির্বাচন শেষ করা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. শারমিন ইসলাম জানান, আমি অভিযোগ পেয়েছি। তবে অভিযোগকারীদের গঠনমূলক কোন ব্যাখা না থাকায় নির্বাচন পেছানো সম্ভব হয়নি। যথা সময়ে নির্বাচন শেষ করার জন্য সকল প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.