মঙ্গলবার, ২০শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ ,৫ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় অনুমোদিত, রেজি:নং ৭৮

চতুর্থ দিন শেষে টাইগারদের সংগ্রহ ১২২ রান

Array

পল্লী নিউজ ডেস্ক:

টাইগারদের ৫৯৫ রানের বিশাল স্কোরের জবাবে প্রথম ইনিংসে পিছিয়ে থেকে চতুর্থ দিন ব্যাট করতে নেমে স্বাগতিক নিউজিল্যান্ড ১৪৮.২ ওভারে অলআউট হওয়ার আগে তোলে ৫৩৯ রান। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে চতুর্থ দিন শেষে টাইগারদের লিড বেড়ে দাঁড়িয়েছে ১২২ রান।

সফরকারী মুশফিক বাহিনী স্বাগতিকদের থেকে ৫৬ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে। দ্বিতীয় ইনিংসে সফরকারীদের সংগ্রহ তিন উইকেট হারিয়ে ৬৬ রান। উইকেটে আছেন মুমিনুল হক (১০)। দিনের খেলা শেষ হওয়ার আগে রানআউট হন মেহেদি হাসান মিরাজ (১)।

ওপেনার তামিম ২৫ রান করে বিদায় নেন। স্যান্টনারের বলে বোল্ড হওয়া তামিমের ইনিংসে ছিল দুটি বাউন্ডারির মার। এর আগে রান নিতে গিয়ে কোমরে আঘাত পেয়ে মাঠ ছাড়েন ইমরুল কায়েস। মাঠ ছাড়ার আগে তার ব্যাট থেকে ৩৮ বলে দুই চার আর এক ছক্কায় আসে ২৪ রান।

মাহমুদুল্লাহ রিয়াদ ব্যাট হাতে আবারো বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। দলীয় ৬৩ রানের মাথায় ওয়াগনারের বলে বিদায় নেন ৫ রান করা রিয়াদ।

এর আগে প্রথম ইনিংসে টাইগারদের পক্ষে সর্বোচ্চ ইনিংসটি আসে সাকিবের ব্যাট থেকে। দলীয় ৫৩৬ রানের মাথায় নেইল ওয়াগনারের বলে বোল্ড হওয়ার আগে ২৭৬ বলে ২১৭ রানের চোখ ধাঁধানো ইনিংস উপহার দেন বাংলাদেশের ‘ক্রিকেট বিজ্ঞাপন’। তাতে ছিল ৩১টি চারের মার।

দ্বিতীয় সর্বোচ্চ ইনিংসটি খেলেন ইনজুরি থেকে ফেরা অধিনায়ক মুশফিকুর রহিম। ১৫৯ রানের (২৬০ বল) ঝলমলে ইনিংস খেলে মাঠ ছাড়েন ‘মি. ডিপেন্ডেবল’। এছাড়া তৃতীয় ব্যাটসম্যান হয়ে নামা মুমিনুলের ব্যাট থেকে আসে ৬৪ রান, ওপেনার তামিম করেন ৫৬ রান।

নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন ওয়াগনার। আর দু’টি করে উইকেট নেন বোল্ট ও সাউদি

সর্বশেষ

রায়পুরে বীর শহীদদের স্বরণে রক্তদান কর্মসূচী

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: রায়পুরে যাদের মহান আত্মত্যাগের বিনিময়ে আমাদের এই বিজয় সেই সব বীর শহীদদেও স্বরণে রক্তদান কর্মসূচী পালিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে...

বুধবার থেকে ফের ৪৮ ঘণ্টার অবরোধ

একদিন বিরতি দিয়ে আগামী বুধবার (৬ ডিসেম্বর) ভোর ৬টা থেকে শুক্রবার (৮ ডিসেম্বর) ভোর...

২৬ ডিসেম্বরের মধ্যে এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল

এ বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষার ফল আগামী ২৬ ডিসেম্বরের মধ্যে প্রকাশ করা...

লক্ষ্মীপুরে তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসায় সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

তারেক মাহমুদ, লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচর তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসায়  থেকে কমিটমেন্ট স্কলারশিপ...

৪৭ ইউএনও’র বদলির অনুমোদন দিল ইসি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও...

রায়পুরে নির্বাচনী কাজে সরকারি এম্বুলেন্স ব্যাবহার করলেন ইউপি চেয়ারম্যান!

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিন চরবংশি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন...