চট্টগ্রামে বিচারককে জুতা ছুড়ে মারলেন আসামি

শেয়ার

চট্টগ্রাম সংবাদাতা:

চট্টগ্রামের একটি আদালতে জামিন না পেয়ে বিচারককে জুতো ছুড়ে মেরেছেন মো. মনির খাঁ মাইকেল (৩১) নামে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার এক আসামি। মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে চট্টগ্রামের সাইবার ট্রাইবুনালের বিচারক মোহাম্মদ জহিরুল কবিরের দিকে পরপর দুটো জুতা ছোড়েন এ আসামি। তবে সেগুলো বিচারকের মাথার ওপর দিয়ে পেছনে চলে যায়। চট্টগ্রামের সাইবার ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জাগো নিউজকে বলেন, সাইবার ট্রাইব্যুনালে মনির খাঁ ওরফে মাইকেল নামে ওই আসামির জামিন শুনানির দিন ছিল মঙ্গলবার। তাকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। বিচারক খাস কামরা থেকে এজলাসে এসে বসার মুহূর্তেই আসামি মাইকেল বিচারককে লক্ষ্য করে গালমন্দ করেন এবং একটি জুতা ছুড়ে মারেন। বিচারক বসে যাওয়ায় তার মাথার ওপর দিয়ে জুতাটি পেছনে চলে গেছে, গায়ে লাগেনি। পরপর দুটো জুতা ছুড়ে মারেন ওই আসামি। পিপি বলেন, আজকে তার জামিন শুনানি হওয়ার কথা ছিল। জামিন আবেদন পেন্ডিং ছিল। আগেও একবার জামিন চেয়েছিল। কিন্তু ওই আবেদন নামঞ্জুর হয়। আজকে বিচারক এজলাসে আসার সঙ্গে সঙ্গে অশ্রাব্য ভাষায় গালমন্দ করেন আসামি। এরপর আমি আদালতকে বলেছি, আসামিকে পুনরায় কারাগারে নিয়ে যাওয়া হোক। তখন পুলিশের সহযোগিতায় তাকে আদালত থেকে নিয়ে যাওয়া হয়। জামিন আবেদনও তার আইনজীবী প্রত্যাহার করে নিয়েছেন। মামলার নথি সূত্রে জানা গেছে, ফেসবুকে বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করার অভিযোগে মনির খাঁ ওরফে মাইকেলের বিরুদ্ধে ২০২১ সালের ২২ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন থানার এসআই তপু সাহা। অন্য মামলায় আগে থেকে গ্রেফতার হয়ে কারাগারে থাকায় মামলার পরের দিন (২৩ জানুয়ারি) মনিরকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা। এরপর থেকে কারাগারে আছেন মাইকেল। ২০২১ সালের ২০ জুন ট্রাইব্যুনালে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। এ ঘটনায় চট্টগ্রাম জেলার কোর্ট পরিদর্শক জাকির হোসাইন মাহমুদ বলেন, বিচারককে জুড়ো ছুড়ে মারার পর ওই আসামিকে আদালত থেকে ফিরিয়ে আনা হয়। আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। বিচারক মহোদয়ের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে মামলা দায়ের করা হবে।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.