চট্টগ্রামে বিএমএ নির্বাচনে মেয়র সমর্থিত মুজিব-ফয়সল প্যানেল জয়ী

শেয়ার

মোহাম্মদ শেখ সাদী, চট্টগ্রাম: বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রাম শাখার নির্বাচনে মেয়র আ জ ম নাছির সমর্থিত প্যানেল ডা. মুজিবুল হক খান-ডা. ফয়সাল ইকবাল চৌধুরীর পরিষদপূর্ণ প্যানেলে বিশাল ব্যবধানে নির্বাচিত হয়েছেন।

মুজিব-ফয়সাল প্যানেলের সভাপতি প্রার্থী ডা. মুজিবুল হক খান পেয়েছেন ২১১৯ ভোট ও সাধারণ সম্পাদক প্রার্থী ডা. ফয়সাল ইকবাল চৌধুরী ২২৬৮ ভোট পান

নির্বাচনে প্রতিদ্বন্দ্বি প্যানেল নাসির-মিনহাজুর পরিষদ সভাপতি প্রার্থী ডা. নাসির উদ্দীন মাহমুদ ১১২৭ ভোট পেয়েছেন সাধারণ সম্পাদক প্রার্থী ডা. আ.ম.ম মিনহাজুর রহমান পান ৯৫৯ ভোট।

বৃস্পতিবার দিনভর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ভোট গ্রহণ শেষে গণনা অনুষ্ঠিত হয়। শুক্রবার দিবগাত রাত সাড়ে ১২টার দিকে ভোট গণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার ডা. আলাউদ্দিন মজুমদার ডা. মুজিবুল হক খান-ডা. ফয়সাল ইকবাল চৌধুরীর প্যানেলকে বিজয় ঘোষণা করেন। নির্বাচিনে মেয়র মহিউদ্দিন চৌধুরী সমর্থিত প্যানেল নাসির-মিনহাজ পরিষদ পরাজিত হন।

সভাপতি ডা. মুজিবুল হক খান, সহ-সভাপতি ডা. মনোয়ার উল হক শামীম, ডা. মো. সেলিম আকতার চৌধুরী, কোষাধ্যক্ষ ডা. মোহাম্মদ আরিফুল আমীন, সাধারণ সম্পাদক ডা. মো. ফয়সাল ইকবাল চৌধুরী, যুগ্ম সম্পাদক ডা. মো. রবিউল করিম, সাংগঠনিক সম্পাদক ডা. এসএম মুইজ্জুল আকবর চৌধুরী, বিজ্ঞান বিষয়ক সম্পাদক ডা. নূর হোসেন শাহীন, দপ্তর সম্পাদক ডা. আবুল হোসেন শাহীন, প্রচার ও জনসংযোগ সম্পাদক ডা. প্রণয় কুমার দত্ত, সমাজসেবা সম্পাদক ডা. মো. আবুল কাশেম, সাংস্কৃতিক ও আপ্যায়ন সম্পাদক ডা. সত্যজিৎ রায়, গ্রন্থাগার ও প্রকাশনা সম্পাদক ডা. নুর উদ্দীন জাহেদ।

কার্যনির্বাহী সদস্য ডা. প্রদীপ কুমার দত্ত, ডা. মো. মাহবুব আলম, ডা. প্রীতি বড়ুয়া, ডা. মো. রিজোয়ান রেহান, ডা. মো. শাহ আলম সবুজ, ডা. মো. আকবর হোসাইন ভূঁইয়া, ডা. এএএম শাহেদ পারভেজ খান, ডা. হোসেন আহমদ, ডা. অসীম কুমার চৌধুরী ও ডা. কামাল উদ্দিন মজুমদার।

প্রতিবার নগরীর জিইসি মোড়েস্থ বিএমএ’র নিজস্ব কার্যালয়ের নির্বাচন হলেও কোন পক্ষ কোন ধরনের প্রভাব বিস্তার করতে না পারে সে লক্ষ্যে এবার অনুষ্ঠিত হয়েছে নগরীর জামাল খান ড. খাস্তগীর স্কুলে বলেন নির্বাচন কমিশনার।

 

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.