ঘরের ছেলেদের ঘরে ফেরার আহবান নৌকার প্রার্থী পিংকুর

শেয়ার

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর -৩ আসনের নৌকার প্রার্থী গোলাম ফারুক পিংকু বলেছেন,ঘরের ছেলেদের ঘরে ফিরে আসার জন্য। যারা এখনো আওয়ামী লীগের হয়ে নৌকার বিরুদ্ধে ভোট করছেন তারা যেন অভিমান ভেঙে ঘরে ফিরে আসে। 

 তিনি আরো বলেন, আমাকে কেউ গুলি করলেও আমি নৌকার বাহিরে ভোট করবো না। যারা বঙ্গবন্ধু কে ভালোবাসে তারা কখনো নৌকার বাহিরে ভোট করতে পারে না।

সোমবার (০১ জানুয়ারি) বিকেলে জেলা স্টেডিয়াম প্রাঙ্গণে সদর পৌরসভার ১০,১২,১৩ ওয়ার্ড নিয়ে উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। এরপরে তিনি পৌরসভার ৪,৫,৬ ওয়ার্ডের ভোটারদের নিয়ে উঠার বৈঠক করেন।

তিনি আরো বলেন, আর মাত্র কয়েকদিন আছে এরপরে আর বৈঠক, সমাবেশ করা যাবে না৷ আপনারা যারা মন থেকে আওয়ামিলীগ করেন তারা সবাই নিজ উদ্যেগে ভোটারদের বুঝাবেন ৭ তারিখে তারা যেন ভোট কেন্দ্রে আসে নৌকাকে বিজয় করে।

তিনি পৌরসভার ভোটারদের উদ্দেশ্যে আরো বলেন, আপনারা যারা এইখানে উপস্থিত হয়েছেন তারা ৭ তারিখে আপনাদের পরিবারের সবাইকে নিয়ে ভোট কেন্দ্রে উপস্থিত হবেন। পৌরসভা থেকে তাহলে নৌকা বিপুল ভোটে বিজয়ী হবে। সবাইকে এগিয়ে আসতে হবে নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে।

এই সময় উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা এড. জসিম উদ্দিন পিপি, পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আহমেদ পাটোয়ারী,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. জহির উদ্দিন বাবর, বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর বৃন্দ ও আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মী বৃন্দ।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.