গোয়েন্দা প্রতিবেদন পাওয়ার অধিকার বাইডেনের নেই: ট্রাম্প

শেয়ার

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে গোয়েন্দা প্রতিবেদন পাওয়ার এখতিয়ার হারিয়েছেন বলে মন্তব্য করেছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) বাইডেনের সিকিউরিটি ক্লিয়ারেন্স বাতিলের ঘোষণা দিয়ে এই কথা বলেন ট্রাম্প। খবরটি নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স।

সাধারণত সিকিউরিটি ক্লিয়ারেন্সের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্টরা ক্ষমতা ছাড়ার পরও কিছুদিন দেশের নিরাপত্তাবিষয়ক প্রতিবেদন পড়ার সুযোগ পান। তবে শুক্রবার সদ্য ক্ষমতা ছাড়া বাইডেনের ক্ষমতা ফিরিয়ে নিয়েছেন তার রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশালের এক পোস্টে বাইডেনকে কটাক্ষ করে ট্রাম্প বলেন, ‘বাইডেন সুবক্তা। তবে তার বয়সটা বড্ড বেশি। বেশিরভাগ জিনিসই মনে রাখতে পারেন না।’

তবে এ প্রসঙ্গে শুক্রবার রয়টার্স যোগাযোগের চেষ্টা করলেও সাড়া দেননি বাইডেনের মুখপাত্র।

এর আগে ২০২৪ সালে মার্কিন বিশেষ কাউন্সিলের কর্মকর্তা রবার্ট হুর এক প্রতিবেদনের মাধ্যমে জানান, ২০১৭ সালে ভাইস-প্রেসিডেন্টের দায়িত্ব ছাড়ার আগে উদ্দেশপ্রণোদিত হয়ে দেশের গুরুত্বপূর্ণ দস্তাবেজ নিয়েছিলেন বাইডেন।

তবে রবার্টের দাবি প্রত্যাখান করেছেন বাইডেন।

এদিক ২০২১ সালে একই পরিস্থিতিতে ট্রাম্পের প্রতিবেদন পড়ার এখতিয়ার বন্ধে তৎপর ছিলেন বাইডেন। সে বছর ক্ষমতাগ্রহনের কিছুদিন পরই মার্কিন সংবাদ মাধ্যম সিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পের বিরুদ্ধে একই পদক্ষেপের ঘোষণা দিয়েছিলেন তিনি। সূত্র: রয়টার্স

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.