ঢাকা অনলাইন ডেস্ক:
রাজধানীর গুলিস্তানে জাকির সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে মার্কেটটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৪ টি ইউনিট আগুন নিয়ন্ত্রনে আনে। তবে আগুন লাগার প্রাথমিক কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের ডিউটি অফিসার মিজানুর রহমান বলেন, বৃহস্পতিবার রাত পৌনে আটটার সময় জাকির সুপার মার্কেটে আগুন লাগে। খবর পেয়ে দ্রুত আমরা সেখানে ১৪ টি ইউনিট পাঠিয়েছি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ এখনও পর্যন্ত জানা যায়নি।