গুনীজন সম্মাননা পেলেন মানবিক ডাক্তার সালেহ আহমেদ

শেয়ার

মোঃ বদিউজ্জামান ( বি. চৌধুরী):
গুণীজন সম্মাননা পেলেন মানবিক ডাঃ বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আর,এম,ও এবং ফেয়ার ফাউন্ডেশন, বীর মুক্তিযোদ্ধা হাজ্বী মোবারক উল্যাহ্ স্মৃতি ফাউন্ডেশন ও ফেয়ার হেলথ ডায়াগনস্টিক & কনসালটেশন সেন্টারের স্বত্বাধিকারী, মানবিক ডাক্তার সালেহ আহমেদ ( সোহেল) চিকিৎসা ও সমাজ সেবা মূলক বিভিন্ন কর্মকাণ্ডে অবদান রাখার জন্য চৌমুহনী সরকারি এস. এ. কলেজ ও আবুল_খায়ের_উচ্চ_বিদ্­যালয়ের এ্যালামনাই সংঘঠনের পক্ষ থেকে এ পদক প্রদান করেন।

২৪শে এপ্রিল ২৩ইং রোজঃ সোমবার স্কুল অডিটোরিয়ামে আলোচনা সভা ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, আলোচনা শেষে চিকিৎসা ও সমাজ সেবা মূলক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখার জন্য সমাজের গুণী মানুষদের হাতে আমন্ত্রিত অতিথিরা এ পদক গুলো তুলে দেন। পদকের নাম দেয়া হয় “#গুণীজন_সম্মাননা”।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.