সাজ্জাদ হোসেন সাজু (ফরিদপুর প্রতিনিধি)
ফরিদপুর চরভদ্রাসন উপজেলার স্বেচ্ছাসেবী সামজিক মানবিক সংগঠন একতাবদ্ধ সংগঠনের নিজস্ব উদ্যোগে গুণীজন সংবর্ধনা, পুরষ্কার বিতরণ এবং ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। উপজেলার প্রায় ২৫ জন গুণীজনের মাঝে এই সংবর্ধনা দেওয়া হয়।
উপজেলার নির্বাহী অফিসার, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগন, সাংবাদিকবৃন্দ, স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, সরকারি কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিত্ব, ব্যাংকার, ব্যারিস্টার, ব্যবসায়ী, চিকিৎসক, খেলোয়াড় এবং ইঞ্জিনিয়ার সহ নানান পেশার গুণীজনদের মাঝে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
এছাড়াও স্কুল এবং কলেজ পর্যায়ে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও পুরষ্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানের সভাপতি উপজেলা চেয়ারম্যান জনাব আলহাজ্ব হাফেজ কাউসার তাঁর বক্তব্যে সংগঠনের প্রসংশা করেন এবং যেকোনো ভালো কাজের সাথে থাকার প্রতিশ্রুতির আশ্বাস দিয়েছেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার জনাব তানজিলা কবির ত্রপা বলেন উপজেলাটিকে একতাবদ্ধ সংগঠনের তরুণ নেতৃত্বে যে কাজগুলো করে যাচ্ছে সেগুলো নিশ্চয়ই প্রশংসনীয়। তোমরা মাদকমুক্ত সমাজ এবং ফেসবুক আসক্ত থেকে তরুণদের সচেতনতা বাড়াতে কাজ করবে। এছাড়াও বিশেষ অতিথি, সংগঠনের সদস্যগন বক্তব্যে উপজেলাটির সার্বিক উন্নয়ন এবং সহযোগী হিসেবে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।
উল্লেখ্য “শিক্ষা সংস্কার সম্প্রীতি ” স্লোগানকে সামনে রেখে ২০২১ সালের ১লা জানুয়ারি রোজ শুক্রবার এক ঝাঁক স্বপ্ন বাজ তরুণ তরুণীদের নিয়ে বাজারে মানবতার দেয়াল নির্মাণ করে যাত্রা শুরু করে স্বেচ্ছাসেবী সামাজিক মানবিক এই সংগঠনটি। সংগঠন টি বাজারে প্রথম উন্মুক্ত দেয়াল পত্রিকা পড়ার সুযোগ করে দিয়েছে, বিভিন্ন সময় পরিচ্ছন্ন অভিযান চালানো, চরভদ্রাসন ইউনিয়নের ২৮ টি গ্রামে নামফলক স্থাপন , অসহায় এবং দুঃস্থদের পাশে দাঁড়ানো, করোনার প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে সচেতনতামূলক প্রচারণা চালানো এবং ত্রাণ কার্যক্রম চালানো , স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং মুজিব শতবর্ষ উপলক্ষে খাবার বিতরণ এবং মাদ্রাসায় বৈদ্যুতিক পাখা বিতরণ করেছে।
স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের নিয়ে ব্যাপক কার্যক্রম, বিশ্ববিদ্যালয়ে চান্স প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, স্কুল কলেজে কুইজ প্রতিযোগিতা আয়োজন , অসহায় পরিবারের মাঝে খাবার এবং ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ,বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করেছে।