গাজীপুরে বাসের ধাক্কায় ৫জন নিহত

শেয়ার

গাজীপুরের কালিয়াকৈরে বাসের ধাক্কায় অটোরিকশার চালকসহ ৫ যাত্রী নিহত হওয়ার ঘটনা ঘটেছে।

শনিবার রাত ১১টার দিকে উপজেলার টিএনটি বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শনিবার রাত ১১টার দিকে কাজ শেষে চন্দ্রা থেকে অটোরিকশা করে তারা বাড়ি ফিরছিলেন। উপজেলার মাকিষবাথান এলাকায় পৌঁছালে পিছন থেকে কেপি পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে ধাক্কা দিলে সড়কে উল্টে গেলে অটোরিকশায় থাকা যাত্রীরা সড়কের ওপরে পড়ে যায়।

এ সময় কালিয়াকৈর থেকে ছেড়ে আসা দ্রুত গতির ইতিহাস পরিবহন সড়কে পড়ে থাকা যাত্রীদের উপর দিয়ে চলে গেলে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলে অটোরিকশা চালকসহ এক যাত্রী নিহত হয়। আহত অপর তিন জনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপতালে ভর্তি করেন।

পরে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালে একজন ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) রাহাত বলেন, ঘাতক ইতিহাস পরিবহন বাসটি জব্দ করেছে পুলিশ। তবে চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.