গাজীপুর প্রতিনিধি:
সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু আলহাজ্ব হুসাইন মোহাম্মদ এরশাদ প্রশাসনকে বিকেন্দ্রীকরণের লক্ষ্যে ১৯৮৪ সালের ২৩ অক্টোবর উপজেলা ব্যবস্থা প্রবর্তন করেন। এর ফলে প্রশাসনিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে যায়।
১৯৯০ সালে হুসাইন মোহাম্মদ এরশাদ সরকারের পতনের পর পরবর্তী বিএনপি সরকার উপজেলা পরিষদ ব্যবস্থা বাতিল করে দেয়। জাতীয় পার্টি প্রতি বছর ২৩ অক্টোবর উপজেলা দিবস পালন করে থাকে। তারি ধারাবাহিকতায় গাজীপুর জেলা জাতীয় পার্টি উদ্যোগে সোমবার বিকাল ৩টায় হোতাপাড়া আদর্শ বিদ্যানিকেতন প্রাঙ্গনে উপজেলা দিবস উপলক্ষে আলোচনা সভার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও গাজীপুর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সাত্তার মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব আলহাজ্ব মোঃ কামরুজ্জামান মন্ডলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, গাজীপুর জেলা জাতীয় পার্টির যুগ্ন সদস্য সচিব রফিকুল ইসলাম রফিক, এস এম কিবরিয়, শ্রীপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি অধ্যাপক সাইফুল ইসলাম , সাধারণ সম্পাদক ফোরকান আলী আকন্দ, কাপাসিয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি শামসুদ্দিন খান, কালিয়াকৈর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মহিউদ্দিন সরকার।
শ্রীপুর পৌর জাতীয় পার্টি সভাপতি চিশতী আলমগীর, শ্রীপুর পৌর জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান মোল্লা প্রমুখ।
আলোচনা সভার উপস্থিত ছিলেন, গাজীপুর জেলার বিভিন্ন উপজেলা পৌর ও ইউনিয়ন জাতীয় পার্টির নেতাকর্মীবৃন্দ।
আলোচনা সভা শেষে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।