দিন যত যাচ্ছে গাজার ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি আগ্রাসনের তীব্রতা বেড়েই চলছে। ১১৫ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে গত ২৪ ঘণ্টায়। এরই সাথে আহত হয়েছেন অসংখ্য ফিলিস্তিনিরা। খবর আল-জাজিরা।
আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, প্রায় প্রতিদিনই ইসরায়েলি বাহিনী হামলা চালাচ্ছে গাজার শরণার্থী শিবির ও চিকিৎসাকেন্দ্র গুলোতে।
এই কয়েকদিনে সবচেয়ে বেশী ক্ষয়ক্ষতি হয়েছে উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবির। তেল আবিব গোলাবর্ষণ চালিয়েছে গাজার মধ্যাঞ্চলের দেইর আল-বালাহর দক্ষিণ-পূর্ব অংশে।
এরই পাশাপাশি ফিলিস্তিনিদের একটি তাঁবুতে চালানো হয়েছে হামলা। এই হামলায় আহত হয়েছেন বেশ কয়েকজন। এই হামলা হয়েছে আল-আকসা শহীদ হাসপাতালের কাছেই।