গাজায় ইসরায়েলি হামলায় একদিনে নিহত ১১৫

শেয়ার

দিন যত যাচ্ছে গাজার ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি আগ্রাসনের তীব্রতা বেড়েই চলছে। ১১৫ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে গত ২৪ ঘণ্টায়। এরই সাথে আহত হয়েছেন অসংখ্য ফিলিস্তিনিরা। খবর আল-জাজিরা।

আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, প্রায় প্রতিদিনই ইসরায়েলি বাহিনী হামলা চালাচ্ছে গাজার শরণার্থী শিবির ও চিকিৎসাকেন্দ্র গুলোতে।

এই কয়েকদিনে সবচেয়ে বেশী ক্ষয়ক্ষতি হয়েছে উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবির। তেল আবিব গোলাবর্ষণ চালিয়েছে গাজার মধ্যাঞ্চলের দেইর আল-বালাহর দক্ষিণ-পূর্ব অংশে।

এরই পাশাপাশি ফিলিস্তিনিদের একটি তাঁবুতে চালানো হয়েছে হামলা। এই হামলায় আহত হয়েছেন বেশ কয়েকজন। এই হামলা হয়েছে আল-আকসা শহীদ হাসপাতালের কাছেই।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.