গাইবান্ধায় দুদিনব্যাপী সাহিত্য সম্মেলন শুরু

শেয়ার

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধা জেলা শহরের স্বাধীনতা প্রাঙ্গনে দুদিনব্যাপী সাহিত্য সম্মেলন শুরু হয়েছে।

3মঙ্গলবার সকালে সম্মেলনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. অলিউর রহমান। গাইবান্ধায় জেলা প্রশাসনের আয়োজনে ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এই সাহিত্য সম্মেলন চলছে। এ উপলক্ষে সকালে শহরের স্বাধীনতা প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।

শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে স্বাধীনতা প্রাঙ্গন চত্ত্বরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাদেকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা, আলোচক হিসাবে বক্তব্য রাখেন শিক্ষাবিদ মাজহারউল মান্নান ও কবি সরোজ দেব।

মুল প্রবন্ধ উপস্থাপন করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব জহুরুল কাইয়ুম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, গাইবান্ধা পৌরসভার প্যানেল মেয়র শহীদ আহমেদ।

উপস্থিত ছিলেন অধ্যাপক শফিকুর রহমান, এনডিসি জুয়েল মিয়া, নির্বাহী ম্যাজিস্ট্রেট মৌমিতা গুহ ইভাসহ সাহিত্য প্রেমিরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস উর্মি। স্বরচিত কবিতা পাঠ করেন নাসরিন বেগম, পিটু রশিদ, গোলাম রব্বানী ও কুমকুম পাশা। শেষে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.