গলায় কলা আটকে প্রাণ গেল শিশুর

শেয়ার

গলায় কলা আটকে তন্ময় রায় (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) নীলফামারীর ডোমারের হরিণচড়া ইউনিয়নের অলোকান্ত রায়ের বাড়িতে দুর্ঘটনাটি ঘটে।

মৃত তন্ময় অলোকান্ত রায়ের একমাত্র ছেলে সন্তান। ওই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ইউপি চেয়ারম্যান রাসেল রানা শিশু তন্ময়ের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, খবরটি খুবই মর্মান্তিক। শিশুদের খাবার খাওয়াসহ তাদের সার্বিক বিষয়ে পরিবারের সদস্যদের সচেতন ও খেয়াল রাখা প্রয়োজন। মৃত তন্ময়ের অন্ত্যেষ্টিক্রিয়ার কাজ সম্পন্ন করা হয়েছে।

ইউপি সদস্য বনোমালী রায় শিশুটির পরিবারের বরাত দিয়ে জানান, সকাল ৮টার দিকে তন্ময় খাবারের বায়না ধরলে, তার মা কয়েকটি কলা তার হাতে দেয়। তন্ময় বাড়ির আঙিনায় হাঁটাহাঁটি করছিল আর কলা খাচ্ছিল। হঠাৎ পরিবারের লোকজন শিশুটিকে আঙিনায় পড়ে থাকতে দেখে।

এবং শিশুটির মুখ কলা ভর্তি দেখে। অচেতন অবস্থা শিশুটিকে দেখে তার মায়ের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। দ্রুত শিশুটিতে নীলফামারী সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.