মোঃ হাসিবুজ্জামান টিপু, খুলনা জেলা প্রতিনিধি:
খুলনা – ৫ আসনে পূনরায় ৪র্থ বারের মতো নৌকার প্রার্থী বিজয়ী হয়েছেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা – ৫ আসনে ১৩৫ টি কেন্দ্রের ফলাফলে দেখা গেছে নৌকা প্রতীক নিয়ে বর্তমান এমপি বাবু নারায়ণ চন্দ্র চন্দ পূনরায় নির্বাচিত হয়েছেন।
তার প্রাপ্ত ভোট সংখ্যা ১লাখ ১২ হাজার ৪শ ২৯ ভোট।তার নিকটতম আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক ফুলতলা উপজেলা চেয়ারম্যান শেখ আকরাম হোসেন (ঈগল ) পেয়েছেন ৯২ হাজার ৩ শ ৫৬ ভোট। ফলাফল বিশ্লেষণে দেখা যাচ্ছে নৌকার প্রার্থী বাবু নারায়ণ চন্দ্র চন্দ এবার বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছে।
খুলনা- ৫ আসনে ২০ হাজার ৭৪ ভোটের ব্যবধানে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী বাবু নারায়ণ চন্দ্র চন্দ তিনি বিজয়ী হলেন।