মোঃ হাসিবুজ্জামান টিপু, খুলনা জেলা প্রতিনিধি:
খুলনার পাইকগাছাযর গড়ইখালীতে মরা গরুর মাংস বিক্রির অভিযোগ পাওয়া গেছে এ নিয়ে এলাকায় চলছে ব্যাপক জল্পনা কল্পনা। এলাকাবাসী বলছে মারা গরু আর মাংস বিক্রেতা বলছে ভালো গরু। এ নিয়ে এলাকায় চলছে ব্যাপক আলোচনা সমালোচনার ঝড়।
খবর পেয়ে উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক শুক্রবার সন্ধ্যায় ঘটনাস্থল থেকে মাংস জব্দ করে তা কেরোসিন ঢেলে পুড়িয়ে ফেলেছেন।
এলাকাবাসী সূত্রে জানা যায় গত বুধবার উপজেলার কুমখালী গ্রাম রমেশ বৈদ্যের দুটি গরু ঘাস খাওয়ার জন্য মাঠে বেঁধে রাখে প্রতিমধ্যে প্রচন্ড গরমে গরু দুটি অসুস্থ হয়ে পড়লে গরুর মালিক তাৎক্ষণিক ডাক্তার ডেকে আনলে ডাক্তারের পরামর্শক্রমে গরুর গায়ে পানি ঢালা হয় পানি ঢালার পরে দেখা যায় একটি গরু সুস্থ হলেও অপরটি প্রচন্ড অসুস্থ হয়ে তাৎক্ষণিক মৃত্যুবরণ করেন। ঐ সময় গড়ইখালী এলাকার ইলিয়াজ গাজী(৪০),মকছেদ গাজী(৩৫),খানজে গাজী(৪৩),জাকির সানা (৩৮) ওই মাঠে গরুর মালিকের অনুমতিতে গরুটি জবাই করে দেন।
পরে ওই গরুর মাংস ইছা গাজী নামে এক ভ্যান চালকের সহায়তায় আলামিন মোড় নামক স্থানে নিয়ে প্রতি কেজি ৫০০ টাকা দরে ২০ জনের ভিতরে মাংসগুলা বিক্রি করে দেন পরবর্তীতে ওই মাংসটি মরা গরুর মাংস জানাজানি হলে শুক্রবার সন্ধ্যায় ওই মাংসগুলি রাস্তার পাশে ফেলে রাখে। নজরুল শেখ নামে এক ক্রেতা জানান ৫০০ টাকা কেজি হওয়াতে আমি ৪.৫ কেজি মাংস ক্রয় করেছিলাম।কিন্তু পরে জানতে পারি সেটা মরা গরুর মাংস তাই রান্না না করে আলামিন মোড়ের রাস্তার উপর ফেলে রেখে আসি।