খুলনার দাকোপে শিল্পকলা একাডেমিতে মিউজিক্যাল সরঞ্জাম হস্তান্তর

শেয়ার

মোঃ হাসিবুজ্জামান টিপু, খুলনা জেলা প্রতিনিধি:

খুলনার দাকোপ উপজেলা শিল্পকলা একাডমির আয়োজনে দাকোপ উপজেলা নির্বাহী অফিসার জয়দেবচক্রবর্তী কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।শিল্পকলা একাডেমিতে নানা প্রকার

 মিউজিক্যাল সরঞ্জাম হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১ টারদিকে উপজেলা শিল্পকলা একাডেমি ভবনে চালনা চিল্ডেন প্রি-ক্যাডেট স্কুলের প্রিন্সিপাল ও শিল্পকলা একাডেমির সদস্য সাগর সেনের সভাপতিত্বে এ সংবর্ধনা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত অতিথি উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি জয়দেব চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন বাজুয়া এস এন ডিগ্রী কলেজের অধ্যাপক অনিমেশ মন্ডল, শিল্পকলা একাডেমির সদস্য নিত্যানন্দ সাহা, শিক্ষক পল্লব কুমার বিশ্বাস, চালনা এম এম কলেজের অধ্যাপক বাপন কুমার বসু, শিক্ষক শংকর কুমার মন্ডল, বৃত্তি রায়, গৌরব সরকার, পার্থে রায়, গৌরব বিশ্বাস প্রমুখ। সভা শেষে উপজেলা নির্বাহী অফিসার ও শিল্পকলা একাডেমির সভাপতি তিনি এলাকার শিল্পীদের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতায় অংশ গ্রহণের জন্য তাদের মাঝে হারমোনিয়াম, গিটার, তবলাসহ ১১ প্রকারের সরঞ্জাম হস্তান্তর করেন।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.