খুলনার কপিলমুনিতে নৌকা প্রতিকের মিছিল ও পথসভা অনুষ্ঠিত

শেয়ার

মোঃ হাসিবুজ্জামান টিপু, খুলনা প্রতিনিধি: খুলনা -৬ আসনে নৌকা প্রতিকের প্রার্থী মোঃ রশীদুজ্জামান মোড়লকে বিজয়ী করার লক্ষ্যে পাইকগাছা উপজেলার কপিলমুনি ও হরিঢালী ইউনিয়ন আওয়ামী ও সহোযোগী সংগঠনের উদ্যোগে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে ৷

মঙ্গলবার বিকাল ৪ টায় কপিলমুনি সহচরী বিদ্যামন্দির থেকে নেতাকর্মরা মিছিল নিয়ে নগরশ্রীরাম পুর মোড় হয়ে ফিরে এসে কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা বিদ্যালয়ের সামনে এসে শেষ হয়।

পরে হরিঢালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শেখ বেনজির আহমেদ বাচ্চুর সভাপতিত্বে ও কপিলমুনি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ ইকবাল হোসেন খোকনের সঞ্চালনায় প্রধান অথিতি হিসাবে বক্তব্য রাখেন পাইকগাছা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস ৷বিশেষ অথিতি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পাইকগাছা উপজেলা যুবলীগের প্রভাবশালী সদস্য অহিদুজ্জামান মোড়ল,কপিলমুনি ইউপি চেয়ারম্যান মোঃ কওছার আলী জোয়ার্দ্দার , সাবেক ছাত্রনেতা তুষার পারভেজ,হরিঢালী ইউনিয়ন আওয়ামীলিগের সাধারণ সম্পাদক মিজানুর রহমানপাইকগাছা উপজেলা আওয়ামীলিগের সদস্য সরদার মোজাফফার হোসেন,হেদায়েত আলী টুকু,সাধন ভদ্র,হরিঢালী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাবেক ইউপি সদস্য রাজীব গোলদার,উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তানজিম মুস্তাফিজ বাচ্চু,যুবলীগ নেতা সরদার জালাল হোসেন,কপিলমুনি ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মধু হাওলাদার,ব্যবসায়ী প্রদীপ দত্ত,হরিঢালী পুলিশিং কমিটির সভাপতি ও আওয়ামীলীগ নেতা আলহাজ্ব শেখ রফিকুল ইসলাম৷ এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী ও সহোযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.