খুলনায় দমকা হাওয়া,বজ্রপাত সহ বৃষ্টিপাত

শেয়ার

খুলনা প্রতিনিধিঃ

দীর্ঘ প্রতিক্ষার পর খুলনায় নেমেছে বৃষ্টি। বজ্রপাত সহ বইছে তীব্র দমকা হাওয়া। গতকাল সোমবার সন্ধ্যা ৬ টা থেকে শুরু এখন পর্যন্ত চলছে এই বৃষ্টিপাত। বৃষ্টি শুরু হওয়ার পরপরই রাস্তা-ঘাট থেকে সরে গিয়ে মানুষ নির্দিষ্ট আশ্রয়স্থলে রয়েছে। চলাচল কমেছে যানবাহনের। অধিকাংশ ফসল ঘরে উঠলেও খুলনায় বেশিরভাগ বোরধান কিন্তু এখনো মাঠে রয়ে গেছে। ফলে বোরধান (ইরি) চাষিদের ক্ষতি হওয়ার আশংকা রয়েছে। সারাদেশের মধ্যে খুলনায় বোরধান (ইরি) উৎপাদন বেশি হয়। এখন পর্যন্ত এই বৃষ্টিপাত এবং দমকা হাওয়ায় কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.