বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান ১০ম আসরের ২৩তম ম্যাচে খুলনা টাইগার্সকে হারিয়ে চতুর্থ থেকে তৃতীয় পজিশনে উঠে গেলে কুমিল্লা।
বুধবার (৭ ফেব্রুয়ারি) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৪৯ রান করে কুমিল্লা। দলের হয়ে ৩০ বলে দুই চার আর ৪টি ছক্কার সাহায্যে সর্বোচ্চ ৪৫ রান করেন অধিনায়ক লিটন কুমার দাস। এছাড়া ২৭ বলে ২২ রান করেন উইল জেকস। ২৮ বলে ২১ রান করেন মোহাম্মদ রিজোয়ান।
টার্গেট তাড়া করতে নেমে পাকিস্তানের তারকা পেসার আমির জামিলের গতির মুখে পড়ে ১৮ ওভার ৫ বলে ১১৫ রানেই অলআউট হয় খুলনা টাইগার্স। দলের হয়ে মাত্র ১২ বলে তিন চার আর এক ছক্কায় সর্বোচ্চ ২৩ রান করেন মোহাম্মদ ওয়াসিম। ২৪ বলে ২১ রান করেন নাহিদুল ইসলাম।
কুমিল্লার হয়ে ৪ ওভারে ২৩ রানে ৫ উইকেট শিকার করেন আমির জামিল। ২ উইকেট নেন তানভির ইসলাম।