খুবিতে এসডিজির গুরুত্ব, বিশ্লেষণ ও বাস্তবায়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

শেয়ার

তানভীর হাসান তন্ময়; খুবি প্রতিনিধি 

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) গ্রীন ভয়েস এবং এনভায়রনমেন্টাল আওয়ারনেস ক্লাব, খুবির যৌথ আয়োজনে “লিভারেজিং দ্যা সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোলস টু এনহানস এনভায়রনমেন্টাল সাসটেইনেবিলিটি ইন বাংলাদেশ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার ( ৯ সেপ্টেম্বর ) বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সহ-সভাপতি জনাব ইকবাল হাবিব। তিনি টেকসই উন্নয়নে যুবসমাজের ভুমিকা সম্পর্কে বিস্তারিত আলোচনা তুলে ধরেন। এসডিজি বাস্তবায়ন করার জন্য সরকার, ব্যবসায়ী, সুশীল সমাজ এবং সাধারণ মানুষের অংশীদারিত্বের গুরুত্ব তুলে ধরেন। এছাড়া টেকসই উন্নয়নের বিভিন্ন লক্ষসমুহ কিভাবে সহজে বাস্তবায়ন সম্ভব এবং এর গুরুত্বের উপর আলোকপাত করেন। তিনি তার এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলনের কার্যক্রম তুলে ধরেন।

অনুষ্ঠানে এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিনের প্রধান, প্রফেসর ড. আব্দুল্লাহ হারুন চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গ্রিন ভয়েসের প্রতিষ্ঠাতা ও বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর কবির, খুবি অর্থনীতি ডিসিপ্লিনের অধ্যাপক ড. শাহনেওয়াজ নাজিম উদ্দিন আহমেদ, মৃত্তিকা, পানি ও পরিবেশ ডিসিপ্লিন প্রধান অধ্যাপক মো. সানাউল ইসলাম।

তাঁরা একটি সবুজ, স্বাস্থ্যকর এবং টেকসই ভবিষ্যত রূপান্তরিত করার লক্ষ্যে পরিবেশ-বান্ধব জীবনধারা পরিচালনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং সে সম্পর্কে সহায়ক পরামর্শ প্রদান করেন।

এছাড়া, অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতা ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয় এবং অনুষ্ঠান শেষে বিজয়ীদের পুরস্কৃত করা হয়।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.