খুড়িয়ে খুড়িয়ে চলছে শ্রীপুর শাপলা সিনেমা হল

শেয়ার

গাজীপুর প্রতিনিধিঃ

গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী প্রেক্ষাগৃহ শাপলা সিনেমা হল দর্শকের অভাবে খুড়িয়ে খুড়িয়ে চলছে। শ্রীপুর উপজেলার মধ্যে তিনটি সিনেমা হল ছিল তারমধ্যে মাওনা চৌরাস্তায় বনরুপা হল ও বরমী বাজারে অবস্থিত সাগরিকা সিনেমা হল দুটি দর্শকের অভাবে অনেক আগেই বন্ধ হয়ে গেছে।

শ্রীপুর উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত উপজেলার মধ্যে একমাত্র সচল শাপলা সিনেমা হলটিও দর্শকের অভাবে বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।

জানা যায় হুসাইন মোহাম্মদ এরশাদ প্রেসিডেন্ট থাকাকালীন সময়ে ১৯৮৩ সালের ৮ ডিসেম্বর শাপলা সিনেমা হল উদ্বোধন করা হয়। শ্রীপুর উপজেলার তৎকালীন নির্বাহী অফিসার ধীরাজ মালাকার সিনেমা হলটি শুভ উদ্বোধন করেন।

আব্দুর রউফ ঢালী প্রযোজিত, মমতাজ আলী পরিচালিত (ওয়াসীম কবরী শাবানা) অভিনীত ইমান ছবি প্রদর্শনের মধ্যমে হলটি যাত্রা শুরু করে।দীর্য তিন দশক ধরে হলটি দাপটের সাথে চললেও বিগত কয়েক বছর ধরে দর্শকের অভাবে চলছে খুৃড়িয়ে খুড়িয়ে।

সরেজমিনে গিয়ে দেখা যায় এভারের ঈদে শত্রু সিনেমা প্রদর্শন করা হচ্ছে।২০ জনের মত সিনেমা প্রেমী টিকেট কাটার জন্য অপেক্ষা করছে।হলের কেয়ারটেকার হারুনুর রশিদ জানান -আগে প্রতিদিন একটি করে শো চললেও এবারের ঈদে প্রতিদিন দুটি করে শো চলছে প্রতি শো-তে ২০/২৫ জন করে দর্শক হয়।

হল ম্যানেজার রাজু মন্ডল বলেন -দেশীয় চলচ্চিত্র এক সময় স্বর্ণযুগ ছিল তবে সেই স্বর্ণযুগ গত হয়ে গেছে অনেক আগেই। নিন্ম মানের সিনেমা ও অশ্লীল ছবির কারণেই এগুলো দর্শক হারিয়ে। সাধারণ দর্শক হল থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কারণেই শ্রীপুর শাপলা সিনেমা হল সহ দেশীয় হলগুলো মুখ থুবড়ে পড়েছে। একটা সময় ছিল যখন প্রতিদিন ৪টি করে শো চলত প্রতিটা শো থাকত হাউসফুল।দর্শকদের চাপে অনেক সময় আমরা বসার সিট দিতে পারি নাই। দর্শকরা দাড়িয়ে পর্যন্ত সিনেমা দেখেছে। এগুলো এখন শুধুই স্মৃতি।

শ্রীপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হেলাল উদ্দিন বলেন শ্রীপুরবাসীর আনন্দ বিনোদনের অন্যতম প্রাণকেন্দ্র শাপলা সিনেমা হলে উপজেলার বিভিন্ন এলাকা থেকে সিনেমা প্রেমীরা এসে সিনেমা দেখতো। শ্রীপুর উপজেলার ঐতিহ্যবাহী সিনামা হলটি যেন ভাল ভাবে চলে সেই আশাই করি।

কিংবদন্তী চলচিত্র পরিচালক দিলীপ সোম এর স্মৃতি বিজড়িত শ্রীপুরের ঐতিহ্যবাহী শাপলা সিনেমা হলটি বাংলা ছবির পাশাপাশি হিন্দি ছবি প্রদর্শন করে হলেও হলটি যেন টিকে থাকে সেই প্রত্যাশাই করে শ্রীপুরের সাধারণ জনগণ।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.