ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখতে তৎপর খুবি রোটার‍্যাক্ট ক্লাব

শেয়ার

তানভীর হাসান তন্ময়; খুবি প্রতিনিধি

খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সক্রিয় ভূমিকা পালন করছে রোটার‍্যাক্ট ক্লাব অব খুলনা ইউনিভার্সিটি।

ক্যাম্পাস আবর্জনামুক্ত রাখতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার পাশাপাশি ডাস্টবিন স্থাপন,  পোস্টারিং ও ফেস্টুনের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধি করে আসছে সংগঠনটি।

খোঁজ নিয়ে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের লেকপাড়ে ডাস্টবিন স্থাপন এবং ময়লা আবর্জনা ডাস্টবিনে ফেলার জন্য সচেতনতামূলক ফেস্টুন ঝুলিয়েছে তারা। রোজার মাসে ইফতারের পর মাঠে পড়ে থাকা কাগজ, খাবারের প্যাকেট ও ময়লা আবর্জনা পরিস্কার করেছে সংগঠনটির সদস্যরা।

সাতদিন ব্যাপী পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে সংগঠনটি। এসময় তাদের ক্যাম্পাসের রাস্তাসমূহ, লেকপাড়, হাদি চত্বর, অদম্য বাংলা, ক্যাফেটেরিয়া, একাডেমিক ভবনের সামনে এবং কেন্দ্রীয় মাঠ পরিস্কার করতে দেখা যায়। সেখানে পড়ে থাকা কাগজ ও খাবারের প্যাকেট তুলে নির্দিষ্ট ব্যাগে রেখে এই কার্যক্রম পরিচালনা করেন তারা।

এছাড়াও বিভিন্ন সময় ক্যাম্পাস পরিস্কার রাখতে সক্রিয় ভূমিকা পালন করেছে রোটার‍্যাক্ট ক্লাব অব খুলনা ইউনিভার্সিটি। তাদের এ কার্যক্রম পরিচ্ছন্ন শিক্ষার পরিবেশ বজায় রাখার প্রতি শিক্ষার্থীদের মধ্যে দায়িত্ববোধ তৈরিতে ভূমিকা রাখছে বলে মনে করেন সংগঠনটির সদস্যরা।

এ ব্যাপারে সংগঠনটির সভাপতি এ.এস.এম আল ইমরান বলেন, পরিচ্ছন্ন ও নির্মল বিশ্ববিদ্যালয় দেখার অভিপ্রায় থেকে রোটার‍্যাক্ট ক্লাব অব খুলনা ইউনিভার্সিটি ক্যাম্পাস ক্লিনিং ক্যাম্পেইন এর আয়োজন করেছে। আশাকরি ক্যাম্পাস ক্লিনিং ক্যাম্পেইনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের পরিচ্ছন্নতা বৃদ্ধির ব্যাপারে শিক্ষার্থীরা আরোও বেশি সচেতন হবে এবং পরিচ্ছন্নতা বজায় রাখতে আরও উদ্বুদ্ধ হবে।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.