কোরান তেলাওয়াত করে ঘুমালে প্রাত:কালে চেহারায় নূর থাকবে: হারুন-আল মাদানী

শেয়ার

কামরুল হাসান হৃদয়, লক্ষ্মীপুর:

রাতে কোরান তেলাওয়াত করে ঘুমিয়ে সকালবেলা ঘুম থেকে উঠলে চেহারায় নূর থাকবে। কথাগুলো বলেছেন, লক্ষ্মীপুরের শতবর্ষী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান টুমচর ইসলামিয়া কামিল মাদ্রাসার শায়খুল হাদিস মাওলানা হারুন-আল মাদানী।

মঙ্গলবার (৪জুন) শহরের শেখ রাসেল সড়কস্থ লক্ষ্মীপুরের ব্যতিক্রমধর্মী শিক্ষাপ্রতিষ্ঠান ইলেভেন কেয়ার একাডেমির সবক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের আমপারা ও কোরআন মাজিদ পড়ুয়া এক শতাধিক শিক্ষার্থীকে নতুন সবক প্রদান করা হয়েছে। পবিত্র মাজে রমজান উপলক্ষ্যে আয়োজিত বিশুদ্ধ কোরআন তেলায়াত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রায় সাড়ে ৩শ শিক্ষার্থী থেকে বিজয়ীদের পুরস্কার এবং সবক প্রদান অনুষ্ঠানে নতুন সবক প্রদান ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে আগত অতিথিদের ফুল দিয়ে বরণ এবং সম্মাননা ক্রেস্ট প্রদান করেন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

সবক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টুমচর ইসলামিয়া কামিল মাদ্রাসার শায়খুল হাদিস, মাওলানা হারুন আল-মাদানী।

প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক রিয়াজুল ইসলামের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর দারুল আমান একাডেমির শিক্ষক মাওলানা আলা-উদ্দিন, সোনা মিয়া ইদগাহ জামে মসজিদের ইমাম, হাফেজ মাওলানা আবদুল আজিজ ও প্রতিষ্ঠানের শিক্ষক এবং অভিভাবকবৃন্দ। সবক প্রদান অনুষ্ঠানে শিক্ষার্থী-অভিভাবক এবং শিক্ষকদের উদ্দেশ্য গুরুত্বপূর্ণ ইসলামি নসীহা পেশ করেন শায়খুল হাদীস মাওলানা হারুন আল-মাদানী। নসীহা পেশ শেষে নতুন সবক প্রদান এবং দোয়া মোনাজাতের মাধ্যমে শিক্ষার্থীদের কামিয়াবি এবং উত্তম জীবন কামনা করেন তিনি। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে তবারক বিতরণ করা হয়।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.