কোপা আমেরিকার আগেই বড় দু:সংবাদ পেল ব্রাজিল

শেয়ার

কোপা আমেরিকা শুরুর বাকি আরো ছয় মাস। এর আগেই বড় দু:সংবাদ পেল ব্রাজিল। আসছে আসরে দলের সেরা তারকা নেইমারকে পাচ্ছে না ব্রাজিল।

হাটুর চোটে বাইরেই থাকতে হচ্ছে এই ফরোয়ার্ডকে। ব্রাজিল ফুটবল দলের চিকিৎসক রদ্রিগো লাসমার বিষয়টি নিশ্চিত করেছেন। গত অক্টোবরে বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে পায়ে আঘাত পান নেইমার। এর দুই সপ্তাহ পর হাটুতে করানো হয় অস্ত্রোপচার। তখন থেকেই শোনা যাচ্ছিল, মাঠে ফিরতে নেইমারের সময় লেগে যাবে অনেক। তাই কোপা আমেরিকায় খেলা নিয়ে শঙ্কা ছিল। সেটাই সত্যি হল। তাকে ছাড়াই কোপা আমেরিকায় খেলতে হবে ব্রাজিলকে। ব্রাজিল দলের চিকিৎসক রদ্রিগো লাসমার বলেছেন,’আমাদের হাতে বেশিদিন সময় নেই। এটা বেশি তাড়াহুড়ো হয়ে যায় তার (নেইমার) জন্য। অযথা ঝুঁকি নেওয়ার কোনো মানে নেই।

আমরা আশা করছি, ২০২৪-২৫ ইউরোপিয়ান মৌসুমের শুরুতে মাঠে ফেরার জন্য প্রস্তত হবে সে।’ নেইমারকে নিয়ে ধৈর্য্য ধরতে হবে বলেছেন এই চিকিৎসক,’আমাদের ধৈর্য ধরতে হবে। লিগামেন্টের অস্ত্রোপচারে নয় মাসের মতো সময় লাগে সুস্থ হতে। যদি আমরা এই ধাপগুলো অনুসরণ করি, আশা করা যায় সে পুরোপুরি সুস্থ হয়ে আবার শীর্ষ পর্যায়ে পারফর্ম করতে পারবে।’

আগামী বছরের ১৪ জুন যুক্তরাষ্ট্রে শুরু হবে কোপা আমেরিকা। ডি গ্রুপের আছে ব্রাজিল। তাদের প্রতিপক্ষ কলম্বিয়া, প্যারাগুয়ে ও প্লে-অফ বিজয়ী দল।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.