কোটা সংস্কারের দাবিতে মহাসড়কে খুবি শিক্ষার্থীরা

শেয়ার

তানভীর হাসান তন্ময় ; খুবি প্রতিনিধি 

প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটাব্যাবস্থা পুনর্বহালের প্রতিবাদ এবং কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে খুলনা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচী পালন করেছে। এসময় বিকাল খুলনা নগরীর জিরোপয়েন্ট এলাকায় রাস্তা অবরোধ করে রাখা হয়।

বৃহস্পতিবার (৪ জুলাই) বিকাল ০৪ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু হয়ে জিরোপয়েন্টে গিয়ে অবস্থান নেন শিক্ষার্থীরা।

সমাবেশে বক্তারা বলেন, বৈষম্যমূলক কোটার মাধ্যমে শিক্ষার্থীদের সাথে অন্যায় করা হচ্ছে। ছাত্ররা ইতিপূর্বেও সকল অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করেছে, আমরাও এ বৈষম্য দূর না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব। যে বৈষম্য থেকে মুক্তির জন্য দেশ স্বাধীন হয়েছে, সেই বৈষম্য আমরা মেনে নেব না। কোটা ব্যবস্থার যৌক্তিক সংস্কার করে ২০১৮ সালে জারিকৃত পরিপত্র পুনর্বহালের দাবি জানাই।

বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ‘আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’, ‘সারাবাংলায় খবর দে, কোটাপ্রথার কবর দে’, ‘আর না আর না’ সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.