কৃষি গুচ্ছে আসনপ্রতি ২৩ ভর্তিচ্ছু

শেয়ার

চলতি বছরের কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে শনিবার। ওই দিন বেলা সাড়ে ১১টায় পরীক্ষায় বসবে কৃষি ও কৃষি প্রাধান্য আট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কমিটির আহ্বায়ক ও মৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবুল মনসুর জানান, তিন উপ কেন্দ্রসহ ১১টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন করতে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

তিনি জানান, আট কৃষি বিশ্ববিদ্যালয়ে মোট আসন সংখ্যা তিন হাজার ৫৪৮ টি। আবেদনের প্রেক্ষিতে পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছের ৮১ হাজার ২১৯ ভর্তিচ্ছু। প্রতি আসনের বিপরীতে ২৩ ভর্তিচ্ছু পরীক্ষায় অংশ নেবে।

বাকৃবির শিক্ষা বিষয়ক শাখার এডিশনাল রেজিস্ট্রার মো. সারোয়ার জাহান জানান, ২০১৮, ২০১৯, ২০২০ সালে এসএসসি ও সমমান এবং ২০২১ ও ২০২২ সালে এইচএসসি সমমানের পরীক্ষায় বিজ্ঞান বিভাগ হতে জীববিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান ও গণিত বিষয়সহ উত্তীর্ণ হয়েছে। এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষায় উভয় ক্ষেত্রে চতুর্থ বিষয় ব্যতীত ন্যূনতম জিপিএ ৪.০০ এবং সর্বমোট ন্যূনতম জিপিএ ৮.৫০ পেয়েছে তারা পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.