কুড়িগ্রামে রজিবপুরে মাদকদ্রব্য অপব্যবহার রোধকল্পে কর্মশালা

শেয়ার
সাব্বির মামুন , কুড়িগ্রাম:
কুড়িগ্রামরে চর রাজিবপুরে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ জুন) দুপুর ২.০০ টায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুড়িগ্রামের সহযোগিতায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকেক্ষে এ কর্মশালায় সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ গ্রহণ করেন।
উপজেলা নির্বাহী অফিসার অমিত চক্রবর্ত্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চর রাজিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আকবর হোসেন হিরো।
কর্মশালায় মাদকের ভয়াবহতা রুখতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সে সঙ্গে উপজেলা ভিত্তিক সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন, উপজেলা ভিত্তিক কর্মপরিকল্পনা উপস্থাপন, উন্মুক্ত আলোচনার মাধ্যমে মাদক দ্রব্যের অপব্যবহার রোধে বিভিন্ন পরিকল্পনা গ্রহন করা হয়। এতে গ্রুপভিত্তিক মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে বিভিন্ন প্রস্তাব উপস্থাপন করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুড়িগ্রামের এর সহকারী পরিচালক আবু জাফরের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন রাজিবপুব থানা প্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, শিক্ষক, ইমাম, পুরোহিত, এনজিও কর্মী ও সাংবাদিকবৃন্দ।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.