মোহাম্মদ রাসেল পাটওয়ারী :
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় কমলনগর কলেজ এর নির্ধারিত স্থান, অবকাঠামো, আসবাবপত্র, অস্থায়ী ক্যাম্পাস, ছাত্র, শিক্ষক সহ যাবতীয় কাজের পরিদর্শনে আসেন কুমিল্লা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর জামাল নাছের ও কুমিল্লা শিক্ষা বোর্ডের কলেজ শাখার প্রধান এবং কর্মচারী ইউনিয়নের সভাপতি আবদুল খালেক।
শনিবার (১১ফেব্রুয়ারী) সকাল ১১ঘটিকায় উপজেলার চরলরেঞ্চ ডাকবাংলো সংলগ্ন কমলনগর কলেজ এর ক্যাম্পাস সহ অন্যান্য অবকাঠামো পরিদর্শন করেন।
কমলনগর কলেজ এর ছাত্র-ছাত্রী ও শিক্ষকবৃন্দ আমন্ত্রিত অতিথিগণকে ফুলেল শুভেচ্ছা জানান।
পরিদর্শন শেষে কমলনগর কলেজ কর্তৃক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। কলেজ সভাপতি হাজী মনির আহম্মেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর জামাল নাছের।
বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সিরাজুল ইসলাম, কুমিল্লা শিক্ষা বোর্ডের কলেজ শাখার প্রধান এবং কর্মচারী ইউনিয়নের সভাপতি আবদুল খালেক।
অন্যানের মাঝে বক্তব্য রাখেন হাজিরহাট উপকুল ডিগ্রী কলেজের অধ্যক্ষ আবদুল মোতালেব, কমলনগর কলেজের অধ্যক্ষ আরিফ হোসেন, সাম্প্রতিক স্বদেশ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ রাসেল পাটওয়ারীসহ প্রমূখ।