কিংবদন্তি সাংবাদিক ছিলেন এম এ মালেক

শেয়ার

লক্ষীপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক, প্রবীণ ও কিংবদন্তি সাংবাদিক, সংগঠক ও শিক্ষানুরাগী এম এ মালেকের আগামীকাল (৯ এপ্রিল) রবিবার ৫ম মৃত্যু বার্ষিকী পালন করা হবে। এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তাঁর মাগফেরাত কামনা করে সর্বস্তরের মানুষের কাছে দোয়া আহবান করা হয়।

মরহুম এম এ মালেক লক্ষ্মীপুর প্রেসক্লাবের প্রচার সম্পাদক ও আজকের বিজনেস বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি নাজিম উদ্দিন রানার পিতা।

প্রয়াত এম এ মালেক লক্ষ্মীপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও আজীবন সদস্য ছিলেন। এছাড়া জেলা রিপোর্টাস ইউনিটির সভাপতি, চেম্বার অব কমার্সের সাধারন সম্পাদক, কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, প্রগতি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা প্রধান শিক্ষক ছিলেন। এছাড়াও তিনি মৃত্যুকালীন সময় পর্যন্ত জাতীয় দৈনিক ভোরের পাতার পত্রিকার ব্যুরো প্রধানের দায়িত্বে ছিলেন।

সহকর্মীরা জানায়, লক্ষ্মীপুর জেলাবাসীর কাছে এম এ মালেক ছিলেন সাদা মাঠা হাসি খুশী একজন প্রিয় মানুষ ও সাংবাদিকতার জগতের কিংবদন্তী কলম সৈনিক। সাংবাদিকতা জগতে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে কিংবদন্তি কলম সৈনিক ছিলেন । অতি সহজে সাধারন মানুষের হৃদয়ে স্থান করে নিতেন তিনি।

সাংবাদিক নাজিম উদ্দীন রানা জানান, মরহুম এম এ মালেকের ৫ম মৃত্যু বার্ষিকী উপলক্ষে ৯ই এপ্রিল রোজ রবিবার ইফতার ও দোয়া নিজ গ্রাম লক্ষীপুর পৌরসভার ৯নং ওয়ার্ড সমসেরাবাদ গ্রামের হাজী চুন্নী মিয়া হাওলাদার জামে মসজিদে অনুষ্ঠিত হবে।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.