কম দামে লাভার ফোন

শেয়ার

 

কম দামে একটি ফিচার ফোন ভারতের বাজারে ছেড়েছে হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান লাভা। সম্পূর্ণ মেটাল বডির এই ফোনটির মডেল লাভা মেটাল ২৪। ভারতের বাজারে ফোনটি বিক্রি হচ্ছে মাত্র ২০০০ রুপিতে। ভ্যাট এবং ট্যাক্সবাদে বাংলাদেশি টাকায় ফোনটির মূল্য দাঁড়ায় ২৩৯৮ টাকা।

লাভার ফোনটিতে আছে ২.৪ ইঞ্চি কিউভিজিএ ডিসপ্লে। ডিসপ্লের রেজুলেশন ২৪০x৩২০ পিক্সেল। ডুয়েল সিমের এই ফোনটিতে মিডিয়াটেক এমটিকে৬২৬১ডি প্রসেসর ব্যবহার করা হয়েছে। ফোনটির মেমোরি মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ৩২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

এই ফোনটির রিয়ার ক্যামেরা ১.৩ মেগাপিক্সেলের। এতে ডিজিটাল জুম রয়েছে। ব্যাটারি ১০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের।

দুইটি রঙে ফোনটি পাওয়া যাবে। ফোনটিতে স্নেক এবং নিড ফর স্পিড গেমস পি-লোড করা আছে।

নেটওয়ার্ক কানেকটিভিটি হিসেবে আছে ব্লুটুথ এবং এজ ব্রাউজার। তবে এই ফোনটি থ্রিজি নেটওয়ার্ক সমর্থন করে না।

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.