কমলনগের মাসে দুইবার একই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

শেয়ার

মো. ফয়েজ, কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগরে একমাসেই দুইবার ডাকাতির ঘটনা ঘটেছে তোরাবগঞ্জ ইউনিয়নের প্রবাসি বসির আহম্মদের বাড়িতে।

জানা যায়, ২৬ মার্চ রাতে উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য তোফায়েল এর মেয়ের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটেছে। এই দিন ডাকাতির ঘটনায় তেমন কোন বড় ধরনের ক্ষতির স্বীকার হয়নি বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার। তবে ঘরে থাকা সকল আসবাবপত্র এলোমেলো ভাবে ফেলে রেখে যায় বলে জানান তারা।

প্রবাসীর স্ত্রী ফাতেমা বেগম জানান, ৬ মার্চ রাতে আমাদের বাড়িতে ডাকাতির হওয়ার পর আমি এবং মেয়ে ভয়ে বাড়িতে থাকিনা। সেই থেকে আমার বাবার বাড়িতে বসবাস করছি। মঙ্গলবার রাতে আবারও ডাকাত দল আমাদের বাড়িতে ডাকাতি উদেশ্য আসলে তেমন কোন দামি মালামালা না পেয়ে ঘরের ভিতরে থাকা সকল আসবাবপত্র এলোমেলো ভাবে ফেলে রেখে যায়।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তহিদুল ইসলামকে বিকাল ৪টা ২৫ মিনিটে মোবাইল ফোনে কল করলে রিসিভ করেনি।

প্রসঙ্গত, গত ৬ তারিখে ডাকাতির ঘটনায় নগদ টাকা ও স্বর্ণ অলংকারসহ প্রায় চার লক্ষ ৫০ হাজার টাকার মালামাল নিয়ে যায় ডাকাত দল।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.