লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুর কমলনগরে হিন্দু, বৌদ্ধ খ্রীস্টান, ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। শুক্রবার (২৮ জুলাই) বিকেলে হাজির হাট ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের কমলনগর শাখার সভাপতি এডভোকেট মিলন ম-ল।
সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট জহর লাল ভৌমিক। প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা কমিটির সভাপতি এডভোকেট রতন লাল ভৌমিক, বিশেষ অতিথি কেন্দ্রীয় কমিটির সদস্য এডভোকেট শৈবাল কান্তি সাহা, হাজিরহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্র- যুব ঐক্য পরিষদ জেলা কমিটির সভাপতি শিমুল সাহা ও সাধারণ সম্পাদক এডভোকেট প্রহলাদ সাহা রবি। সভা সঞ্চালনা করেন উপজেলা কমিটির সাধারন সম্পাদক বাবু ডালিম কুমার দাস ।
সম্মেলন থেকে বক্তারা সমঅধিকার সমমর্যাদা সংখ্যালঘু স্বার্থ সুরক্ষা আইন প্রণোয়ন, সংখ্যালঘু নির্যাতন প্রতিরোধে বিশেষ ট্রাইবুনাল গঠন, জনসংখ্যার ২০% হারে রাজনৈতিক ও সামাজিক ক্ষমতায়নের দাবি তুলে।
কমলনগর হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সম্মেলন
Array
