কমলনগর স্বাস্থ্য কমপ্লেক্সে প্যাথলজি বিভাগ চালু

শেয়ার

কমলনগর (লক্ষ্মীপুর) : অবশেষে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্যাথলজি বিভাগ চালু করা হয়েছে।

(আজ) ১৮ জুলাই সোমবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্যাথলজি সহ নতুনভাবে চালু করা কয়েকটি বিভাগের শুভ উদ্বোধন করেন লক্ষ্মীপুর জেলা সিভিল সার্জন ডা. আহমেদ কবির।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ আবু তাহের, উপজেলা ভাইস চেয়ারম্যান ওমর ফারুক, আবাসিক মেডিকেল অফিসার ডা. মীর মোঃ আমিনুল ইসলাম মঞ্জু, মুক্তিযোদ্ধা মাস্টার মোঃ জয়নাল আবেদীন, একেএম শরীফ উল্যাহ, প্রেসক্লাব সভাপতি আবদুল মজিদ, ইউপি চেয়ারম্যান মাস্টার নুরুল আমিন প্রমুখ। অনুষ্ঠানে একইসাথে স্থাপিত শিশু কর্ণার, বঙ্গবন্ধু কর্ণার, জেনারেটর ব্যবস্থার উদ্বোধন করা হয়। মেডিকেল অফিসার ডা. আকরামুল হক অনুষ্ঠানটির সঞ্চালনা করেন।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.