সোমবার, ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ,৫ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় অনুমোদিত, রেজি:নং ৭৮

কমলনগর রক্ষার দাবীতে ১৫ কি:মি: দীর্ঘ মানববন্ধন

Array

manobbondon news pic 20-04-2016manobbondon news pic (1) 20-04-2016
কমলনগর(লক্ষ্মীপুর)সংবাদদাতা
মেঘনা নদীর অব্যাহত ভাঙ্গন রোধে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা তোরাবগঞ্জ বাজার হইতে করুনানগর বাজার পর্যন্ত ১৫ কি: মি: দীর্ঘ মানববন্ধন হয়েছে। (আজ) বুধবার সকাল সাড়ে ১০টার থেকে সাড়ে ১১টা পর্যন্ত এ মানববন্ধনে অংশগ্রহন করে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, সকল স্তরের শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় উপজেলা অবস্থিত সকল হাট-বাজরের ব্যবসা প্রতিষ্ঠান, প্রশাসনিক অফিস, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। পরে মাননীয় প্রধান মন্ত্রী বরাবর নদী ভাঙ্গনরোধ কমিটির পক্ষ থেকে একটি স্মারক লিপি পেশ করা হয়।
মানববন্ধনের আয়োজন করে উপজেলা নদী ভাঙ্গনরোধ কমিটি। মানববন্ধন চলাকালীন সময় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ওই কমিটির সভাপতি অধ্যক্ষ আবদুল মোতালেব, বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট সৈয়দ শামছুল আলম, জাতীয় শ্রমিকলীগ নেতা এডভোকেট আনোয়ারুল হক, উপজেলা আওয়ামীলীগ সভাপতি নুরুল আমিন মাষ্টার, সাধারন সম্পাদক এডভোকেট নুরুল আমিন রাজু, অধ্যক্ষ জায়েদ হোছাইন ফারুকী, কমলনগর প্রেসক্লাব সভাপতি এম এ মজিদ, চেয়ারম্যান  এ এনএম আশরাফ উদ্দিন, মো: নিজাম উদ্দিন, রাশেদ বিল্লাহ আলমগীরসহ সামাজিক, রাজনৈতিক, ও বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ।

বক্তারা বলেন, উপজেলার এক তৃতীয়াংশ নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। হারিয়ে গেছে অসংখ্য হাট-বাজার, শিক্ষা প্রতিষ্ঠান, ঘুর্ণিঝড় আশ্রয়ান কেন্দ্র, স্লুইচগেইটসহ হাজার কোটি টাকার সরকারী-বেসরকারী স্থাপনা। তারা আরও বলেন, যেহেতু মেঘনা সকল বাংলাদেশের সকল নদীর মিলিত রূপ এবং বঙ্গোপসাগরে মিলিত হওয়ার গেইট তাই এই মোহনায় প্রতিবছর লক্ষ লক্ষ টন পলি জমা হয়ে মুল চ্যানেল ভরাট হয়ে গেছে। তাই নদী তীব্র গতিতে জনপদের দিকে ধেয়ে আসছে। এমতাবস্থায় মুল চ্যানেল ট্রেজিং এর বিকল্প নেই। কিন্তু আপতত ভাঙ্গনরোধে নদীর পাড় সংরক্ষনের জন্য ১৯৮ কোটি টাকা বরাদ্ধ হয়েছে। তার নিরিখে সেনাবাহিনীর তত্তবধানে কাজ শুরু হয়েছে রামগতি অংশে ৩ কি: মি: কাজ সম্পন্ন হয়েছে। কিন্ত অজ্ঞাত কারনে কমলনগর অংশে ১ কি: মি: কাজ বন্ধ হয়ে যায়। তাই অবিলম্বে ১ কি: মি: কাজ শুরু করা ও পুরো কমলনগরকে রক্ষার জোর দাবী জানানো হয় সমাবেশ থেকে।

সর্বশেষ

বিদেশে সম্পদের খোঁজ পেলে জরিমানা

নতুন একটি আয়কর আইন আসছে, যার আওতায় বিদেশে সম্পদের খোঁজ পেলে জরিমানার সম্মুখীন হতে হবে। সোমবার (৫ জুন) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ তথ্য...

মিজাফ বিজনেস স্টার অ্যাওয়ার্ড পেলেন RUN-25র সভাপতি মনিরুজ্জামান চৌধুরী

সামাজিক ক্ষেত্রে অবদানের জন্য মিজাফ বিজনেস স্টার অ্যাওয়ার্ড পেলেন রাজধানীর মিরপুরের শেওড়াপাড়ার যুবসংঘ RUN-25'র...

বাবার গাড়ির চাকায় পিষ্ট হয়ে ছেলের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর পৌর এলাকায় বাবার গাড়ির চাকা নিচে পিষ্ট হয়ে তন্ময় হোসেন মেহেদী...

বাবার বিরুদ্ধে মেয়ের সংবাদ সম্মেলন

প্রতিবেদক রাজশাহী: ভালবেসে বিয়ে করায় এবার বাবা, মামাসহ আত্মীয় স্বজনদের বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগ তোলা...

সেনবাগ উপজেলা চেয়ারম্যান জাফরের বাড়ীতে তৃনমূল আ. লীগের মত বিনিময় সভা

মোঃ বদিউজ্জামান (তুহিন), নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালী সেনবাগ উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান আলহাজ্ব জাফর আহাম্মদ চৌধুরী...

ইবিতে ‘গ্রীন ভয়েসে’র কুইজ প্রতিযোগিতা ও বৃক্ষ রোপন কর্মসূচি

ইবি প্রতিনিধি: ‘যুবরাই লড়বে, সবুজ পৃথিবী গড়বে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবসে কুইজ...