লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরের কমলনগর মাদ্রাসা শিক্ষক সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার (১০ আগষ্ট) বিকেলে হাজিরহাট হামেদিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসা হল রুমে পরিচিতি এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন কমলনগর উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি ও চর ফলকন এসডি মাদ্রাসার সুপার মো: হাবিব উল্যাহ বাহার। পরিচিতি পর্ব শেষে বক্তব্য রাখেন সহ-সভাপতি ও মাতাব্বরনগর দারুচ্ছুন্নাত আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো: আলী হোসেন, সহ-সভাপতি ও হাজিরহাট হামেদিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসার সহকারী অধ্যাপক মাহাবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক ও চর জগবন্ধু আলিম মাদ্রাসার প্রভাষক নুরনবী সাঈদী, যুগ্ম সম্পাদক ও তোরাবগঞ্জ দাখিল মাদ্রাসার সুপার আবদুল লতিফ, অর্থ সম্পাদক ও ছুফিয়া দারুল আমান দাখিল মাদ্রাসার সুপার সাইয়্যেদ মনির হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ও ইসলামগঞ্জ দাখিল মাদ্রাসার সুপার কাজী দেলোয়ার হোসেনসহ প্রমুখ। সভা সঞ্চালনা করেন সাধারন সম্পাদক ও পশ্চিম লরেন্স মহিলা দাখিল মাদ্রাসার সুপার মো: মাকছুদুর রহমান।
প্রসঙ্গত: চলতি বছরের ০৩ আগষ্ট কমলনগর উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতি নির্বাচন অনুষ্ঠিত হয়।