কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:
লক্ষ্মীপুরের কমলনগর প্রেসক্লাবের কার্যকরী কমিটির পদ থেকে এক যোগে চারজন সাংবাদিক পদত্যাগ করেছেন।
মঙ্গলবার (৫ নভেম্বর) মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুছাকালিমুল্লাহর নিকট এসব পদত্যাগপত্র জমা দিয়েছেন ওই চারজন সাংবাদিক।
পদত্যাগকৃত সাংবাদিকরা হলেন প্রেসক্লাবের নির্বাচিত সহসভাপতি দৈনিক খবরের প্রতিনিধি নাসির মাহমুদ,সহ-সাধারণ সম্পাদক দৈনিক যুগান্তরের প্রতিনিধি শাহরিয়ার কামাল, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক বাংলাদেশ বুলিটিনের প্রতিনিধি এমএ এহসান রিয়াজ,নির্বাহী সদস্য ও দৈনিক সময়ের আলোর প্রতিনিধি মোখলেছুর রহমান ধনু।চারজনই কমলনগর প্রেসক্লাবের ২০২৪-২৬ ই সনের কার্যনির্বাহী কমিটির দায়িত্বে ছিলেন।
পদত্যাগপত্র পাওয়ার কথা নিশ্চিত করে কমলনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুছাকালিমুল্লাহ বলেন, মঙ্গলবার চরজন সাংবাদিক তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। পদত্যাগপত্রগুলো নিয়ে কার্যনির্বাহী কমিটির মিটিংয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।